দেশে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্প গড়তে আবেদন একাধিক সংস্থার,

দেশে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্প গড়তে আবেদন একাধিক সংস্থার, দেশের মধ্যে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার উৎপাদন বাড়াতে গত কয়েক মাসে একাধিক পদক্ষেপ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। দেশের মধ্যেই ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট, সার্ভার তৈরির লক্ষ্যে বিনিয়োগ টানার জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এর জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএআই) স্কিম চালু করেছিল মোদী সরকার। সেই স্কিমের জন্য শিল্পমহল থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই স্কিমের অধীনে ইতিমধ্যেই ৪০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর জেরে ৭৫ হাজার নতুন কর্মসংস্থানের আশা করছেন তিনি।

 

 

 

 

 

 

পিআইএল স্কিমের অধীনে বিশ্ববিখ্যাত একাধিক হার্ডওয়্যার প্রস্তুতকারক সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। ডেল, লিউলেট প্যাকার্ড (এইচপি), আসুস, লেনেভোর মতো বেশ কিছু সংস্থা আবেদন করেছে বলে জানা যাচ্ছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতেই আরও বেশি করে ল্যাপটপ, পিসি, ট্যাবলেট তৈরি হবে। এবং বিদেশ থেকে তা আমদানির প্রবণতা কমবে।

 

 

 

 

 

আরও পড়ুন –  আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতের HAL, যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে…

 

 

 

 

এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “শিল্পমহল থেকে দারুণ সাড়া এসেছে। সরকার যতটা ভেবেছিল তার থেকেও বেশি। এর থেকে বোঝা যাচ্ছে, তথ্য প্রযুক্তি হার্ডওয়্যারের জন্য ভারতকে বিশ্ব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত গন্তব্য বলে মনে করছে।” বিভিন্ন সংস্থা তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্পের জন্য বিনিয়োগ করলে তা কর্মসংস্থান তৈরি করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সরাসরি নিয়োগ ছাড়াও এই শিল্পের সহযোগী হিসাবেও অনেকের কর্মসংস্থান হবে। এ বিষয়ে তিনি বলেছেন, “সরাসরি একটি কর্মসংস্থানের সঙ্গে তিনটি সহযোগী কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে।”

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)