নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুভেন্দুর নামে গুরুতর অভিযোগ তৃণমূলের,

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুভেন্দুর নামে গুরুতর অভিযোগ তৃণমূলের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুভেন্দুর নামে গুরুতর অভিযোগ তৃণমূলের, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারী! রবিবার এমনই অভিযোগ করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নিয়োগ কেলেঙ্কারিতে বিরোধী দলনেতাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হোক, এমন দাবিই করেছেন তৃণমূলের মুখপাত্র। কুণালের অভিযোগের পাল্টা সরব হয়েছে বিজেপি।

 

 

 

সম্প্রতি গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। চাকরি বাতিলের সেই নথি দেখিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কুণাল। রবিবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেছেন, ‘‘১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কথায়, নির্দেশে এবং ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে। আদালতের রায়ে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জন শুভেন্দুর এই ১৫০ জনের তালিকায় রয়েছেন।’’ এই ৫৫ জনের নামের তালিকা প্রকাশও করেছেন কুণাল।

 

কুণালের দাবি, শুভেন্দুর এক ‘ঘনিষ্ঠ’-এরও চাকরি গিয়েছে। তাঁর নামও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘‘চাকরি বাতিলের তালিকায় ৫৭৯ নম্বরে রয়েছে সঞ্জীব সুকুলের নাম। নিজেকে শুক্লা বলে পরিচয় দেন। সঞ্জীব কে? শুভেন্দুর দক্ষিণহস্ত। গোটা মেদিনীপুর জানে কে শুভেন্দুর বিভিন্ন কাজ করেন।’’ এর পরই কুণালের প্রশ্ন, ‘‘সঞ্জীবকে কে চাকরি দিয়েছিল? তদন্ত করা হোক।’’ নিয়োগ দুর্নীতিতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, এই নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের বাড়ির দলিল উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছিল। তার পরই দিলীপকে কেন গ্রেফতার করা হবে না, এই নিয়ে সরব হয় জোড়াফুল শিবির। রবিবার আবার সেই প্রসঙ্গ টানলেন কুণাল।

 

 

আরও পড়ুন – আর যদি না ফিরি…’ অমিতাভের পোস্টে তোলপাড় ভক্তমহল,

 

৫৫ জনের নামের তালিকা প্রকাশও করেছেন কুণাল।এই প্রসঙ্গে কুণাল আরও জানিয়েছেন, ওই ৫৫ জনের মধ্যে তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা পূর্ব মেদিনীপুরের খেজুরি, কাঁথি, ভূপতিনগর, রামনগর, পটাশপুরের প্রার্থী। কুণালের অভিযোগ, শুভেন্দুর সুপারিশেই তাঁরা চাকরি পেয়েছিলেন। তাঁর কথায়, ‘‘চাকরি দেওয়ার খেলায় শুভেন্দু যুক্ত ছিলেন। এই ৫৫ জন এবং শুভেন্দুকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক। তাঁদের চাকরি কে দিল? কী ভাবে দিল, তদন্তের দাবি করছি।’’ তৃণমূল নেতার আরও দাবি, ওই ৫৫ জনকে ধরে ধরে শুভেন্দুর মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top