অস্ত্রোপচারের আগে নিউইয়র্কের রাস্তায় অন্য ‘লুকে’ অভিষেক ব্যানার্জী

অস্ত্রোপচারের আগে নিউইয়র্কের রাস্তায় অন্য ‘লুকে’ অভিষেক ব্যানার্জী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অস্ত্রোপচারের আগে নিউইয়র্কের রাস্তায় অন্য ‘লুকে’ অভিষেক ব্যানার্জী , রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে মূলত সাদা রঙের পাজামা-পঞ্জাবিতেই দেখা যায়। মাঝে মধ্যে তাঁর পরনে থাকে কালো রঙের টি-শার্ট। বিদেশের মাটিতে একেবারে ভোলবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাদা-কালোকে সরিয়ে ল্যাভেন্ডার রঙের টি-শার্ট পরে একেবারে অন্য অবতারে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চোখে রোদচশমা, পরনে টি-শার্ট, ক্লিন-শেভড মুখ, পিঠে ব্যাকপ্যাক— নিউইয়র্কের রাস্তায় এ ভাবেই যেন ‘ডে আউট’ করতে বেরিয়েছেন তৃণমূল সাংসদ।

 

 

 

 

 

 

রবিবার হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তারকেশ্বর মন্দিরে যান রুজিরা। অভিষেকের স্ত্রীর সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু-সহ বেশ কয়েক জন তৃণমূল কাউন্সিলর। দুধপুকুরে হাত-পা ধুয়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে পুজো দেন রুজিরা। প্রায় আধ ঘন্টা মন্দিরে সময় কাটান তিনি। মন্দিরের বিভিন্ন চত্বর ঘুরে বেলা ১২টায় সেখান থেকে বেরিয়ে যান অভিষেক-ঘরনি। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, পরিবারের মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।

 

 

 

২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন অভিষেক। গত বছরও তাঁর অস্ত্রোপচার করানো হয়েছিল।

 

 

 

আরও পড়ুন –  ‘আমার এই আন্দোলন শুধু নিজের জন্য নয়…’, দলীয় কর্মীদের বার্তা ইমরানের

 

 

 

 

চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন অভিষেক। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী মঙ্গলবার অভিষেকের চোখের অস্ত্রোপচার হওয়ার কথা। তার আগে রবিবার ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে নিজস্বী পোস্ট করেছেন অভিষেক। সেখানেই তাঁর এই ‘লুক’ ধরা পড়েছে। ছবির সঙ্গে অভিষেক লিখেছেন, ‘‘ব্রাইট সানি সানডে মর্নিং ইন নিউইয়র্ক।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top