৭ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের সূচনায় আজ,কলকাতায় ভার্চুয়ালি মোদী। মাতৃবিয়োগের কারণে বাংলায় আসছেন না মোদী! ভার্চুয়াল উদ্বোধন বন্দে ভারতের, জানাল পিএমও। প্রধানমন্ত্রী সচিবালয়ের তরফে শুক্রবার জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী।
৭ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের সূচনায় আজ,শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী্র। হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল তাঁর। শুধু তাই নয়, জোকা তারাতলা মেট্রোর সূচনাএনজেপি রেল স্টেশনের সংস্কার-র আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
প্রসাশন সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল মিশন ফর ক্নিন গঙ্গা প্রকল্পে ৭ নিকাশি প্রকল্পের সূচনা মোদীর হাত দিয়ে হওয়ার কথা ছিল আজ । এদিন। ৫ ওয়াটার ট্টিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল ।অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় রেলমন্ত্রী সহ একাধিক প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
বাংলায় আসার আগে বৃহস্পতিবার রাতে মোট চারটি টুইট করেছেন মোদী। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘‘কলকাতায় আমি জাতীয় গঙ্গা পর্ষদের দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকব। স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতার সাপেক্ষে নিকাশি ব্যবস্থার কী পরিকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক প্রকল্প দেশকে উৎসর্গ করা হবে। উদ্বোধন করা হবে শ্যামাপ্রসাদ মুখার্জী— ন্যাশানাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন।’’
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
দ্বিতীয় টুইটে মোদী লেখেন, ‘‘কলকাতা ও সেখানকার মানুষের জন্য সুখবর। কলকাতা মেট্রোর জোকা-তারাতলা লাইনের উদ্বোধন করা হবে শুক্রবার।’’ এই টুইটের সঙ্গে মেট্রো স্টেশনের একাধিক ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
তৃতীয় টুইটে মোদী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষের মাঝে থাকা আমার কাছে বরাবরই বিশেষ অনুভূতি। আগামিকাল, ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। মোট ৭ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হবে পশ্চিমবঙ্গে।’’ ভার্চুয়ালি মোদী