শীতের থার্ড ডিগ্রিতে কাঁপছে পাহাড়, ছাঙ্গুর জল জমে বরফ

শীতের থার্ড ডিগ্রিতে কাঁপছে পাহাড়, ছাঙ্গুর জল জমে বরফ। তুষারপাত চলছেই সিকিম জুড়ে, তারই সঙ্গে তাপমাত্রা পতন ঘটছে। বুধবার দিন তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস ৪ ডিগ্রি, রাতের দিকে তাপমাত্রা আরো কমে গিয়ে দাঁড়ায় মাইনাস ৮ ডিগ্রী। একদিকে তুষারপাত অপরদিকে তাপমাত্রার পতন , জাকিয়ে শীত অনুভূত হচ্ছে সিকিম জুড়ে। তাপমাত্রার বিরামহীন পতনের কারণে সিকিমের ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে।

 

শুধু তুষারপাত নয় সিকিমের রাজধানী গ্যাংটকের বৃষ্টিপাত হচ্ছে, সূত্রে খবর রাজধানী গ্যাংটকের তুষারপাতের ঘটনা খালি সময়ের অপেক্ষা। এরই সঙ্গে দার্জিলিঙে ও তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী, দার্জিলিংয়ের তুষারপাত হতে পারে এমনটাই সূত্রে খবর মিলেছে। পাহাড়ে তুষারপাত ও পারদ পতনের কারণে সমতল শহর শিলিগুড়িতে তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হচ্ছে। বড়দিনের থেকেই শিলিগুড়িতে ভালো রকমই ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল সন্ধ্যে দেখা যাচ্ছে চায়ের দোকানগুলিতে উপচে পড়া ভিড়, একটু উষ্ণতার সন্ধানে সবাই চায়ের দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন। শীতের থার্ড ডিগ্রির কবলে সিকিম দার্জিলিং। নতুন বছরের প্রাক্কালে ঠান্ডা আরো পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে।

আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের

উল্লেখ্য, তুষারপাত চলছেই সিকিম জুড়ে, তারই সঙ্গে তাপমাত্রা পতন ঘটছে। বুধবার দিন তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস ৪ ডিগ্রি, রাতের দিকে তাপমাত্রা আরো কমে গিয়ে দাঁড়ায় মাইনাস ৮ ডিগ্রী। একদিকে তুষারপাত অপরদিকে তাপমাত্রার পতন , জাকিয়ে শীত অনুভূত হচ্ছে সিকিম জুড়ে। তাপমাত্রার বিরামহীন পতনের কারণে সিকিমের ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে। শুধু তুষারপাত নয় সিকিমের রাজধানী গ্যাংটকের বৃষ্টিপাত হচ্ছে, সূত্রে খবর রাজধানী গ্যাংটকের তুষারপাতের ঘটনা খালি সময়ের অপেক্ষা।

 

এরই সঙ্গে দার্জিলিঙে ও তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী, দার্জিলিংয়ের তুষারপাত হতে পারে এমনটাই সূত্রে খবর মিলেছে। পাহাড়ে তুষারপাত ও পারদ পতনের কারণে সমতল শহর শিলিগুড়িতে তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হচ্ছে। বড়দিনের থেকেই শিলিগুড়িতে ভালো রকমই ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল সন্ধ্যে দেখা যাচ্ছে চায়ের দোকানগুলিতে উপচে পড়া ভিড়, একটু উষ্ণতার সন্ধানে সবাই চায়ের দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন। শীতের থার্ড ডিগ্রির কবলে সিকিম দার্জিলিং। নতুন বছরের প্রাক্কালে ঠান্ডা আরো পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে।