মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এবার খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এবার খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এবার খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।  বিদেশ সফর ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ” দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। পশ্চিমবঙ্গ থেকে হাওয়ালার মাধ্যমে যে টাকা তাঁর পরিবার সরাচ্ছে, সেই টাকাকে সুরক্ষিত করার জন্য গেছেন।” এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে অভিযোগ তুললেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরত প্রায় ৬ ঘণ্টা পর ইডি দপ্তর থেকে বেরলেন

আজ ১১ দিনের বিদেশ সফরে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন বার্সেলোনা। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।”

 

যদিও এপ্রসঙ্গে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, “ওখানে মানি সাইফন হচ্ছে। দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। তার আগে ভাইপো, ভাইপোর স্ত্রী, ভাইপোর শ্যালিকা প্লট রেডি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্লটের সাক্ষী। অতএব তিনি দুবাইকে ট্রানজিট পয়েন্ট করেছেন, স্পেনে যাওয়ার জন্য নয়। পশ্চিমবঙ্গ থেকে হাওয়ালার মাধ্যমে যে টাকা তাঁর পরিবার সরাচ্ছে, সেই টাকাকে সুরক্ষিত করার জন্য।”

 

মুখ্যমন্ত্রীর সময়সূচি অনেকটা এরকম। আজ তিনি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাবেন। সেখানে তিনি একটি সম্মেলন যোগ দেবেন। তারপর আগামীকাল সকালে তিনি মাদ্রিদের উদ্দেশে রওনা দেবেন। মাদ্রিদে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তার পাশাপাশি তিনি ট্রেনে করে বার্সেলোনায় পৌঁছবেন। বার্সেলোনা বিজনেস সামিটে যোগ দেবেন। এই পরিস্থিতিতে আগামীদিনে বাংলায় বিদেশি লগ্নি আসতে পারে বলে আশা করা হচ্ছে।