Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
অভিষেকের বার্তা শুনে বায়রন বললেন ‘অবশ্যই যাব’

অভিষেকের বার্তা শুনে বায়রন বললেন ‘অবশ্যই যাব’

অভিষেকের বার্তা শুনে বায়রন বললেন ‘অবশ্যই যাব’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভিষেকের বার্তা শুনে বায়রন বললেন ‘অবশ্যই যাব’ ,উন্নয়নই শেষ কথা, মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘিকে বিশেষ বার্তা দিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। অসুবিধা হলে মুখ্যমন্ত্রীর দরজা খোলা। সরাসরি বললেন সাগরদিঘির নবনির্বাচিত বিধায়ক বায়রন বিশ্বাসকে (Bayron Biswas)। সাগরদিঘিতে তৃণমূলের হারের পর প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়েছেন অভিষেক। ভেসেছেন জনতার স্রোতে। রানিনগরের মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘির উন্নয়নের পক্ষে সওয়াল করেন অভিষেক। কাজে সমস্যা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য কংগ্রেসের নব নির্বাচিত কংগ্রেস বিধায়কে পরামর্শ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।সাগরদিঘিতে তৃণমূলের হারের পর প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়েছেন অভিষেক। ভেসেছেন জনতার স্রোতে। রানিনগরের মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘির উন্নয়নের পক্ষে সওয়াল করেন অভিষেক।

 

 

 

 

বায়রন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শুনে খুবই ভাল লাগলো। বেশ নিরপেক্ষভাবে উনি ওই কথাটি বললেন। আমি অবশ্যই যাব। এদিকে কিছুদিন আগেই সাগরদিঘিতে অভিযোগ উঠেছিল ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আর আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসকদল। তবে বিরোধীরা অবশ্য শাসকের দ্বিচারিতার অভিযোগেই অনড়। এমতাবস্থায় অভিষেকর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

 

 

আরও পড়ুন –  মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় পদক্ষেপ পুলিশের, কালীঘাটের বেশ কিছু রাস্তায় জারি ১৪৪ ধারা

 

 

 

 

অভিষেক বলেন, “সাগরদিঘিতে কংগ্রেসে এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব যাতে আগামীদিনে য়াতে সাগরদিঘি উন্নয়ন হয় তা তিনি যেন দেখেন। যদি কাজে কোনও অসহযোগিতা হয় তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কেউ বারণ করছে না।” এদিকে মমতা অভিযোগ তুলেছেন সাগরদিঘিতে টাকার খেলা চলেছে। সেই বিতর্ক এখনও চলছে। কিন্তু, পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের চোখ সাগরদিঘির সাধারণ ভোটারদের উপর। কারণ, শেষ উপনির্বাচনে তাঁদেরই একটা বড় অংশ মুখ ফিরিয়েছে ঘাসফুল শিবিরের থেকে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top