বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতাকে, ব্যাপক উত্তেজনা

বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতাকে, ব্যাপক উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতাকে, ব্যাপক উত্তেজনা মালদহের মোথাবাড়ি এলাকাতে। নিহত ওই তৃণমূল নেতার নাম আফজল মোমিন বলে জানা যাচ্ছে।  একেবারে বাঁশ হাতে আফজলের উপর হামলা করা হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। এরপর স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা দ্রুত এলাকা ছাড়ে বলে অভিযোগ।

 

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি আফজলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করেন। আর এরপরেই খুনের মামলা রুজু করা হয়েছে মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। আর সেই মামলার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আফজলের মৃত্যু একেবারে রাজ্য-রাজনিতিতে নয়া মাত্রা যোগ করেছে। তবে ঘটনায় গোটা শরীরে আঘাত লাগে। কার্যত আশঙ্কাজনক অবস্থা ছিল।

 

ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বড় অশান্তি এড়াতে এলাকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ঘটনায় যুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। যদিও ঘটনায় এখনও পর্যন্ত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাকে জেরা করে বাকিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। জানা যাচ্ছে, মঙ্গলবার স্থানীয় একটি ক্লাবে পিকনিক ছিল। সেই মতো একাধিক স্থানীয় ছেলে জড়ো হয়।

আরও পড়ুন – দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস

পিকনিক হলেও তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। কার্যত এত জোরে গান বাজছিল যে কার্যত অসুস্থ হয়ে পড়ার জোগাড়। আর এরপরেই রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা আফজল মোমিন এই ঘটনার প্রতিবাদ জানান। যেন ডিজে বাজানো না হয় সেজন্যে আবেদন করেছিলেন। আর এরপরেই তাঁর উপর স্থানীয় ছেলেরা চড়াও হয় বলে অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top