চলতি সপ্তাহেই কমবে টম্যাটোর দাম, দামে লাগাম টানতে আসরে নামতে চলেছে কেন্দ্র। মহার্ঘ্য হয়ে উঠেছে টম্যাটো (Tomato)। কোথাও ১৫০ টাকা তো কোথাও ২০০ টাকা দরে বিকোচ্ছে এই লাল সবজি। দেশজুড়ে টম্যাটোর এই অত্যধিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে এবার টম্যাটোর দামে লাগাম টানতে আসরে নামতে চলেছে কেন্দ্র। টম্যাটোয় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন সংসদে ভাষণ দিতে গিয়ে টম্যাটোয় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে দাম কত হবে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।
প্রসঙ্গত, আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে এবছর টম্যাটো, পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় অনেক সবজিরই ফলন কম হয়েছে। যার ফলে দাম হয়েছে আকাশছোঁয়া।
টম্যাটোর দাম প্রসঙ্গে কী বলেছেন অর্থমন্ত্রী?
টম্যাটোর অত্যধিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে নিয়ে এদিন সংসদে ভর্তুকি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, চলতি সপ্তাহ থেকেই টম্যাটোয় ভর্তুকি দেওয়া হবে। যার ফলে টম্যাটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে।
আরও পড়ুন – পুজোর আগেই সিঙ্গুরের জন্য বড় খবর, ফের খুলছে ট্রমা কেয়ার সেন্টার
আরও পড়ুন – বিমানবন্দরের কাছে ট্রাক বোঝাই বস্তা বস্তা ফেনসিডিল! গ্রেফতার ৩,
অর্থমন্ত্রী আরও জানান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত ৮ লক্ষ কেজির বেশি টম্যাটো ভর্তুকি দিয়ে রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে সরবরাহ করা হয়েছে। আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানো হবে। বিহার, পশ্চিমবঙ্গেও টম্যাটো সরবরাহ হবে। আবার টম্যাটোর উৎপাদন কেন্দ্র অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক থেকে সরাসরি কেন্দ্র টম্যাটো কিনে নেবে বলেও জানান সীতারমণ। টম্যাটোর দাম নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে বিদেশ থেকে টম্যাটো আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং নেপাল থেকে আমদানি শুরু হয়েছে বলেও জানান তিনি।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)