বনগাঁ থেকে দিঘাতে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস?

বনগাঁ থেকে দিঘাতে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে বনগাঁ-দিঘা বন্দে ভারত (Vande Bharat)  নিয়ে। মূলত বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই ট্রেন চালুর জন্য চিঠি দিতেই শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি সত্যিই বনগাঁ থেকে দিঘার (Digha) উদ্দেশে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস? (Vande Bharat) কোনও সন্দেহ নেই এমন ট্রেন চালু হলে দারুণ ভাবে উপকৃত হবেন উত্তর 24 পরগনাবাসী। তার উপর সে ট্রেন যদি বন্দে ভারত (Vande Bharat)  হয়, তবে তো পোয়াবারো। এই জেলা থেকে প্রতিদিনই বহু মানুষ দিঘায় ঘুরতে যান। কিন্তু কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যেতে পারে বনগাঁ থেকে দিঘা স্টেশনে (Digha station) ?

 

 

 

 

 

 

 

রেল কী বলছে?

এ প্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ট্রেনটি অনেক জোনের বিষয়। ট্রেনটি চালানো সম্ভব কিনা তা নিয়ে আগে রেল জোনগুলোর মধ্যে আলোচনা করতে হবে। আলোচনায় যদি সম্ভব মনে হয়, তবে রেলবোর্ডের কাছে বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। তারপরেও রেলবোর্ড যদি অনুমতি দেয়, তবেই ট্রেন চলবে।অর্থাৎ বনগাঁ থেকে দিঘা রুটে ট্রেন চলা অসম্ভব না। তবে তার আগে বিভিন্ন রেল জোনের মধ্যে আলোচনা ও ট্র্যাক, রুট দেখে নিয়ে তবেই এ বিষয়ে এগোনো যেতে পারে।

 

 

 

আরও পড়ুন –  সাপের কামড় থেকে বাঁচতে বাসস্থান পর্যন্ত বদলেছে, ২ মাসে নয়বার কামড় খেল…

 

 

 

 

বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া যে চিঠি রেলমন্ত্রীকে দিয়েছেন, সেখানে তিনি রুট হিসেবে প্রস্তাব করেছেন, বনগাঁ, বারাসত, দমদম হয়ে ডানকুনি, পাশকুঁড়া হয়ে দিঘা পর্যন্ত ট্রেন চালানোর বিষয়ে। ডানকুনি থেকে আন্দুল হয়ে পাশকুঁড়া যাওয়ার লাইন রয়েছে। সম্প্রতি এই চিঠি রেলমন্ত্রীকে জমা দিয়েছেন বিজেপি (BJP)  বিধায়ক।

 

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )