তোষাখানা মামলায় ইমরান খানকে কারামুক্তি নির্দেশ হাইকোর্টের, জেল থেকে ছাড়া পাচ্ছেন ইমরান খান। তোষাখানা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। মঙ্গলবার (২৯ অগস্ট), নিম্ন আদালতের সেই রায় স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট। তাঁর সাজার উপরও স্থগিতাদেশ জারি করেছে আদালত। একইসঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সোমবারই হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছিল। মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিচারপতিরা।
দোষী সাব্যস্ত হওয়ার ফলে, আগামী ৫ বছর তিনি কোনওরকম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। ফলে, আসন্ন পাকিস্তান সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার পথ বন্ধ হয়ে গিয়েছিল ইমরান খানের। তবে সোমবারই, পাক সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তোষাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তবে, এই মামলার বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি পাক শীর্ষ আদালত। ইসলামাবাদ হাইকোর্ট কী রায় দয়, তার অপেক্ষায় ছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের এদিনের রায়ের পর, পাক নির্বাচনী রাজনীতির ময়দানে স্বমহিমায় ফেরার পথে আর বাধা রইল না ইমরানের।
আরও পড়ুন – রান্নার গ্যাস ভরা হচ্ছে অটোয়! মেট্রো স্টেশনের নীচে রমরমিয়ে চলছে ‘কাটা গ্যাসের’…
২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাক প্রধানমন্ত্রীর পদে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান (Imran Khan) । সেই সময় সরকারি প্রধান হিসেবে তিনি এবং তাঁর পরিবার যে সকল উপহার পেয়েছিলেন, সেই উপহার সামগ্রী বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই একই অভিযোগে তাঁকে ক্ষমতাচ্যুত করেছিল পাকিস্তানি নির্বাচন কমিশন। গত বছরের অক্টোবরে কমিশন এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিল। এক মাসের শুনানির পর, চলতি বছরের ৫ অগস্ট ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল ইসলামাবাদের এক দায়রা আদালত।