দিনহাটায় বইমেলায় বসছে বিভিন্ন রকম ফুল ,ফল ও চারা গাছের দোকানও। জেলা বইমেলায় বইয়ের দোকানের পাশাপাশি বসেছে বিভিন্ন রকম ফুল ,ফল ও চারা গাছের দোকান। বই কিনতে এসে ফুল ওফলের চারা গাছ কিনছেন অনেকেই। দিনহাটা সংহতি ময়দানে শুরু হয়েছে কোচবিহার জেলা বইমেলা। প্রশাসনের উদ্যোগে জেলা বইমেলার প্রাঙ্গণে বিভিন্ন রকম ফুল, ফলের চারা গাছ নিয়ে এসেছে মহকুমা সিতাই ব্লকের সুভাষ বর্মণ। বই কিনতে এসে বইপ্রেমীদের পাশাপাশি অনেকেই চারা গাছ কিনছেন।
পরিবেশকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে একটি করে গাছ কিনে বৃক্ষরোপণের জন্য মানুষকে সচেতন করা বইমেলায় গাছের দোকান প্রশাসনের এই উদ্যোগকেও সাধুবাদ জানান অনেকেই। স্কুল ছাত্রী দৃষিতা প্রামাণিক, রিতা চন্দ,প্রীতম দাস জানান, গাছ এমনিতেই পরিবেশের পাশাপাশি আমাদেরকে রক্ষা করে চলছে। তাই বইমেলায় এসে বই কেনার পাশাপাশি কয়েকটি গাছ কিনলাম।দৃষিতা জানান, বাড়িতে জায়গা রয়েছে তাই সেখানে বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ রোপন করব। বইমেলায় গাছের দোকান খুব ভালো লেগেছে। অনেকেই বইয়ের সাথে গাছও কিনছে।
আরও পড়ুন – স্বামীর ছবিকে সামনে নিয়ে এখনও কাঁদেন নোট বন্দির লাইনে দাঁড়ানো মৃতের স্ত্রী
মেলায় আসা বইপ্রেমীদের মাধবী প্রামানিক জানান, আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে সকলেরই বৃক্ষরোপণ করা উচিত। তাই বইমেলাতে এসেও বেশ কয়েকটি বই যেমন কিনলাম তেমনি কয়েকটি ফুল ও ফলের গাছ কিনলাম। আগামীতে এই গাছ দিনহাটায় জেলা বইমেলার স্মৃতি হয়ে থাকবে।
দোকান মালিক সুভাষ বর্মণ জানান, বইমেলায় গাছের দোকান ঠিক মানানসই না হলেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাকে দোকানদার কথা বলা হয়েছিল। সেই মতো আমি বিভিন্ন রকম গাছের দোকান দিয়েছি। অনেকেই বই কেনার পর ফুল ও ফলের চারাগাছ কিনে নিয়ে যাচ্ছে। গত কয়েকদিন গাছ বিক্রি ভালো বিক্রি হয়েছে। দিনহাটায় বইমেলায়