বিশ্বভারতীর নোটিশের মধ্যেই অমর্ত্য সেনের নামে মিউটেশন, জানাল জেলা প্রশাসন

বিশ্বভারতীর নোটিশের মধ্যেই অমর্ত্য সেনের নামে মিউটেশন, জানাল জেলা প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বভারতীর নোটিশের মধ্যেই অমর্ত্য সেনের নামে মিউটেশন, জানাল জেলা প্রশাসন , নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) বোলপুরের বাড়ি নিয়ে জটিলতা কাটল! তাঁর ‘প্রতীচি’ বাড়ির জমির মিউটেশন (Mutation) করা হল। ১.৩৮ একর জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।  যে জমি নিয়ে বিতর্ক, বিশ্বভারতীর (Viswa Bharti) তরফে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, সেই জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করে দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, কিছুদিন ধরেই অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচি’ নিয়ে বিশ্বভারতীর সঙ্গে বিতর্ক চলছে। যা নিয়ে তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। বিশ্বভারতীর অভিযোগ, অমর্ত্য সেন তাদের ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। সম্প্রতি সেই জমি খালি করার নোটিসও পাঠানো হয়েছে নোবেলজয়ীকে। নোটিসে বলা হয়েছে, “অমর্ত্য সেন বিশ্বভারতীর মোট ১ দশমিক ৩৮ একর জমি ভোগ করছেন। এর মধ্যে আইনগতভাবে তাঁর জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর।” বাকি জমি তাঁকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। ২৯ মার্চ নথি নিয়ে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে নোটিসে। এর মধ্যেই জেলা প্রশাসনের তরফে ওই জমির মিউটেশন অমর্ত্য সেনের নামে করে দেওয়া হয়েছে বলে জানানো হল।

 

 

 

 

 

আরও পড়ুন –  নিয়মে বড় বদল, পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করবেন? ঘোষণা রেলের,

 

 

 

জেলা প্রশাসন সূত্রে খবর, অমর্ত্য সেনের বোলপুরের ‘প্রতীচি’ বাড়ির সীমানাবর্তী যে জমি নিয়ে বিতর্ক চলছে, সেই জমিই অমর্ত্য সেনের নামে মিউটেশন করে দেওয়া হয়েছে। ১.৩৮ একর জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে দেওয়া উচ্ছেদের নোটিস কার্যত অর্থহীন হয়ে গেল। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়ির জমির মিউটেশন নিয়ে যে টানাপড়েন চলছিল, অবশেষে তার ‘নিষ্পত্তি’ হল। উচ্ছেদ নোটিস নিয়ে বিতর্কের মধ্যে বাবা আশুতোষ সেনের নামে থাকা জমি অমর্ত্যের নামে করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (বিএলআরও)-এর দফতর সূত্রে।

 

 

 

 

 

জেলা প্রশাসনের একাংশের মতে, জমি অর্থনীতিবিদের নামে মিউটেশন হয়ে যাওয়ায় বিশ্বভারতীর দেওয়া উচ্ছেদের নোটিস ‘অর্থহীন’ হয়ে যায়। এ ব্যাপারে বিশ্বভারতীর বক্তব্য এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পাওয়া যায়নি।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top