নিউজ ডেস্ক, কলকাতা, ৬ অক্টোবর, ২০২০: মনীশ শুক্লার খুনে বিজেপিকে নিশানা তৃণমূলের। মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি অর্জুন সিংকে নিশানা করে বলেছেন, “সকলেরই জানে অর্জুন সিং বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে খুন করার কথা”।
কেন অর্জুন সিংকে সেই সময় কৈলাস বিজয় বর্গীয় ফোন করেলেন, যার জন্য মনীশ শুক্লাকে একা ফেলে কলকাতায় চলে গেলেন অর্জুন সিং? কেন মনীশ শুক্লাকে কোন সি আর পি এফ সিকিউরিটি দেওয়া হল না? প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। সঠিক তদন্ত হলে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে মন্তব্য করছেন। পাশাপাশি ইউপি সরকার, গুজরাট সরকারকে কটাক্ষ করে মন্ত্রী বলেছেন, বাংলায় কোন অভিযুক্ত ছাড়া পাবে না। সঠিক তদন্তের মধ্যে দিয়ে সত্য সকলের সামনে আসবে। অন্যদিকে পাল্টা অর্জুন সিং দাবি করেছেন, সম্পূর্ণভাবে পুলিশের সহযোগিতায় এই খুন করা হয়েছে।
আরও পড়ুন…১৫ অক্টোবর থেকে খুলছে স্কুল, কেন্দ্রের নয়া গাইডলাইন
কারন একমাত্র পুলিশের কাছেই নাইন এমএম বন্দুক থাকে।ব্যারাকপুরে গাঁজা,হিরোইন এর পয়সায় তৃনমূল সরকার চলছে বলে মন্তব্য করেছেন অর্জুন সিং।