কোভিড নিয়ে ভয় কাটাতে হোয়াইট হাউসেই মাস্ক খুললেন ট্রাম্প

নিউজ ডেস্ক ৬ অক্টোবর কলকাতা: আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ট্রাম্প। আক্রান্তের তিন দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে চলে আসায় চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি

এপ্রসঙ্গে মেডিক্যাল বুলেটিন অনুযায়ী ট্রাম্পের চিকিৎসক জানান “ট্রাম্প পুরোপুরি সুস্থ নাহলেও বাড়ি ফেরার মত অবস্থায় আছেন । রবিবার তাঁর শরীর খারাপ থাকায় অক্সিজেন কমে যাচ্ছিল। তাই তাকে স্টেরয়েড দেওয়া হয়”। এরপরই তড়িঘড়ি সোমবারে আচমকা হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় ট্রাম্পকে। এপ্রসঙ্গে টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প বলছেন¸ “ কোভিডের চিকিৎসা চলাকালীন অনেক কিছুই শিখলাম ,জানলাম। এটাই আসল বিদ্যালয়। বিষয়টি ভাল ভাবে হবে”। এমতবস্থায় হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খোলা অবস্থায় দেখা গেল তাঁকে । তবে পুরোপুরি করোনা মুক্ত না হয়ে মাস্ক খুলে অবাধে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত ভাল চোখে নিচ্ছেন না তাঁর বিরোধীরা।

আরও পড়ুন… ছুটি কাজে লাগিয়ে বাচ্চার সু অভ্যাস করান

হোয়াইট হাউস তরফে জানানো হয়েছে ক্লান্ত বোধ করলেও ট্রাম্প খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।