বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে গত রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ে হবে সেই ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মুম্বইয়ে খেলবে ভারত। এই দু’টি ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। প্রথমে বলা হয়েছিল লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু তাঁর চোট সারেনি। আরও দু’টি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। ইডেনের ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক।
আরও পড়ুনঃ ‘দুর্গারত্ন’ পুরস্কার ঘোষণা রাজভবনের, কারা পেল এই পুরস্কার, দেখুন
তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়। মনে করা হয়েছিল আগামী রবিবার দলে ফিরবেন তিনি। ইডেনে ভারতের ম্যাচ ৫ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক। জাতীয় অ্যাকাডেমিতে এখনও বল করতে শুরু করেননি তিনি। বেঙ্গালুরুতেই আছেন হার্দিক। সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন। হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় দল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই খেলানো হবে তাঁকে। পর পর পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল। সেমিফাইনালে উঠতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় রোহিত শর্মাদের। তাই হার্দিকের জন্য সেমিফাইনালের মতো বড় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলে রাজি ভারত।
গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট কোহলি ওই তিনটি বল করেছিলেন। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট কোহলি ওই তিনটি বল করেছিলেন।