মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে উদ্ধার কোকেন! রবিবার (Sunday) রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ হোয়াইট হাউসের (White House) ওয়েস্ট উইং থেকে সাদা রঙের পাউডার উদ্ধার করা হয়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ওই রহস্যজনক বস্তু উদ্ধার করা হয়। গত সপ্তাহের শেষভাগেই হোয়াইট হাউস (White House) থেকে উদ্ধার হয়েছিল রহস্যজনক সাদা রঙের পাউডার জাতীয় বস্তু। সঙ্গে সঙ্গেই পাউডার জাতীয় বস্তুটি কী, তা জানতে তদন্ত শুরু করা হয়। এ দিন মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বস্তুটি মাদক(Drug)। সাদা রঙের পাউডারটি আদতে কোকেন (Cocaine)।
সিক্রেট সার্ভিসের তরফে এমার্জেন্সি সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করেন। প্রাথমিক তদন্তেই জানানো হয়েছিল যে রহস্যজনক বস্তুটি কোকেন। পরে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, পাউডারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
হোয়াইট হাউস (White House) সূত্রে জানা গিয়েছে, ওই সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Baiden) হোয়াইট হাউসে (White House) ছিলেন না। শুক্রবারই (Friday) তিনি সপরিবারে ক্যাম্প ডেভিডে যান ছুটি কাটানোর জন্য। মঙ্গলবার (Tuesday) হোয়াইট হাউসে (White House) ফিরে আসেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হোয়াইট হাউসে (White House)যারা কাজ করতে আসেন, তাদের মধ্যেই কেউ ওই মাদক (Drug) নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন – ঠিক কী কারণে ডুবে গিয়েছিল টাইটান? বিপদের আগেই বড় বিপত্তি ঘটেছিল? ঠিক…
জানা গিয়েছে, রবিবার (Sunday) রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ হোয়াইট হাউসের (White House) ওয়েস্ট উইং থেকে সাদা রঙের পাউডার উদ্ধার করা হয়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ওই রহস্যজনক বস্তু উদ্ধার করা হয়। সতর্কতাবশে সঙ্গে সঙ্গেই ওই কমপ্লেক্স ফাঁকা করে দেওয়া হয়। উল্লেখ্য, হোয়াইট হাউসের (White House) ওয়েস্ট উইংয়ে সাধারণ মানুষও যাতায়াত করতে পারেন।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )