চোপড়ার বিশেষ দুয়ারে সরকার শিবির,ভিড়

চোপড়ার বিশেষ দুয়ারে সরকার শিবির,ভিড়। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এসটি,এসসি সম্প্রদায়ের জন্য বিশেষ দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো চোপড়ায়। সোমবার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের কংগ্রেস কলোনি স্কুল মাঠে বসে বিশেষ দুয়ারে সরকার শিবির । এদিনের শিবিরে, অন্যান্য স্টলের চেয়ে খাদ্যসাথী স্টলে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে । পঞ্চায়েত প্রধান শহর বানু এবং চোপড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ্যা আসমত আরা বেগম বলেন,ইতিমধ্যে দুয়ারে সরকার শিবিরে মানুষের প্রচুর কাজ হয়েছে সামান্য কিছু যাদের বাকি ছিল সেটা এখন করে দেওয়া হচ্ছে।

 

চতুর্থ পর্যায়ের দুয়ারে সরকার শিবির ৩০নভেম্বর শেষ হওয়ার পর চোপড়ায় পহেলা ডিসেম্বর থেকে কয়েকটি বিশেষ শিবির বসানো হয়েছে ব্লক প্রসাশন সূত্রে জানা গিয়েছে,এদিন সবচেয়ে বেশি ভিড় জমে ছিল খাদ্য সাথী স্টলে।কারণ গ্রামের অনেক মানুষ তাদের রেশন কার্ডগুলি চোপড়ায় গিয়ে আধার লিঙ্ক করতে পারছেন না । তাই ঐসব মানুষ বাড়ির কাছে এই বিশেষ দুয়ারে সরকার শিবিরে এসে খাদ্য সাথী ষ্টলে বিনা খরচে আধার লিঙ্ক করিয়ে নিতে পারছেন । এতে এই এলাকার বিশেষ করে চা বাগানের শ্রমিকদের ভীষণ উপকার হয়েছে ।

আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

উল্লেখ্য, মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এসটি,এসসি সম্প্রদায়ের জন্য বিশেষ দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো চোপড়ায়।সোমবার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের কংগ্রেস কলোনি স্কুল মাঠে বসে বিশেষ দুয়ারে সরকার শিবির । এদিনের শিবিরে, অন্যান্য স্টলের চেয়ে খাদ্যসাথী স্টলে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে । পঞ্চায়েত প্রধান শহর বানু এবং চোপড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ্যা আসমত আরা বেগম বলেন,ইতিমধ্যে দুয়ারে সরকার শিবিরে মানুষের প্রচুর কাজ হয়েছে সামান্য কিছু যাদের বাকি ছিল সেটা এখন করে দেওয়া হচ্ছে।

 

চতুর্থ পর্যায়ের দুয়ারে সরকার শিবির ৩০নভেম্বর শেষ হওয়ার পর চোপড়ায় পহেলা ডিসেম্বর থেকে কয়েকটি বিশেষ শিবির বসানো হয়েছে ব্লক প্রসাশন সূত্রে জানা গিয়েছে,এদিন সবচেয়ে বেশি ভিড় জমে ছিল খাদ্য সাথী স্টলে।কারণ গ্রামের অনেক মানুষ তাদের রেশন কার্ডগুলি চোপড়ায় গিয়ে আধার লিঙ্ক করতে পারছেন না । তাই ঐসব মানুষ বাড়ির কাছে এই বিশেষ দুয়ারে সরকার শিবিরে এসে খাদ্য সাথী ষ্টলে বিনা খরচে আধার লিঙ্ক করিয়ে নিতে পারছেন । এতে এই এলাকার বিশেষ করে চা বাগানের শ্রমিকদের ভীষণ উপকার হয়েছে ।