বিদেশ থেকে ফিরে অনিন্দ্যর ওপর জোর-জুলুম, কী করলেন মিমি?

বিদেশ থেকে ফিরে অনিন্দ্যর ওপর জোর-জুলুম, কী করলেন মিমি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু হয় না। সেই প্রচলিত বিশ্বাসকে ভেঙে বহু বছর ধরে বন্ধুত্ব রেখে গিয়েছেন টলিপাড়ার মিমি চক্রবর্তী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। মিমি ও অনিন্দ্য একে-অপরের অন্তরঙ্গ বন্ধু। তাঁদের বন্ধুত্ব দেখলে অন্যদের রীতিমতো ঈর্ষা হয়। আর অনিন্দ্যর ওপরই মিমির যত জোর জুলুম চলে। সেরকমই এক ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে নায়িকার জুলুমে অস্থির অনিন্দ্য।



সম্প্রতি ফিনল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন মিমি। আর প্রিয় বন্ধু ফিরতেই তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে হাজির অনিন্দ্য। সঙ্গে তাঁর বাড়িতে আসা সদ্য পোষ্য গজা। ভিডিওতে দেখা গিয়েছে, অনিন্দ্যকে জোর করে কিছু খাইয়ে দিচ্ছেন মিমি। ঘাড় ধরে জোর করে মিমি মিষ্টি খাইয়ে দিচ্ছেন অভিনেতাকে। অনিন্দ্য কাতর কন্ঠে বলছেন, খাওয়াস না। কিন্তু কে কার কথা শোনে। একের পর এক মিষ্টি অনিন্দ্যকে খাইয়ে যাচ্ছেন তিনি। অভিনেতা নিজেই ভিডিওতে জানিয়েছেন, পাঁচ দিন ধরে তিনি নাকি মিষ্টি খাননি। কারণ ডায়েটিং। আর সেই ডায়েটিং এক লহমায় মাটি করে দিলেন মিমি।   



তবে ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে মিমি জোর করে মিষ্টি খাইয়ে দিলেও পরে অনিন্দ্য নিজেই চেয়ে খান মিষ্টি। কিন্তু অভিনেতার আফসোস একটাই। মন শক্ত করে মিষ্টি না ছুঁয়ে যে ডায়েট চার্ট মানছিলেন অনিন্দ্য, মিমির জন্য সেসব ভণ্ডুল হয়ে গেল। আর তাই বেশি করে মিষ্টি খেয়ে নিলেন তিনি। মাঝে মাঝেই মিমি ও অনিন্দ্যর বন্ধুত্বের ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অনিন্দ্য এবং মিমি চক্রবর্তী একে অপরের খুব ভাল বন্ধু।  


অনিন্দ্য ও মিমির বন্ধুত্ব অনেক পুরনেো। তাঁরা সময় পেলেই একে-অপরের সঙ্গে সময় কাটান। পুজো থেকে হোলি বা জন্মদিন, বিশেষভাবে সেলিব্রেট করেন তাঁরা। কখনও মিমিকে সারপ্রাইজ দেন অনিন্দ্য আবার অভিনেতাকে সারপ্রাইজ দেন নায়িকা। দুজনেই ‘বাপি বাড়ি যা’ ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। প্রায় ১৩ বছরের বন্ধুত্ব মিমি ও অনিন্দ্যর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top