কয়লা কান্ডে বিপাকে অভিষেক -পত্নী! জারি হল গ্রেফতারী পরোয়ানা। কয়লাকাণ্ডে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সংবাদসংস্থা ANI সূত্রে জানা যাচ্ছে, কয়লা পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা না দেওয়ায় এই গ্রেফতারীর পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রত্যেকবারই অনুপস্থিত ছিলেন রুজিরা। চলতি বছরের ২১ ও ২২ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছিল ইডি। এর আগে ইডির সমনের বিরিুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। যদিও কোনো সুরাহা করতে পারেনি অভিষেক। শেষ বার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেককে। তবে রুজিরা হাজিরা এড়িয়ে এবার কড়া পদক্ষেপ নিল পাতিয়ালা হাউস কোর্ট।
আর ও পড়ুন বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী
যদি অতীতে ইডির তৎপরতাকে ‘রাজনৈতিক প্রতিহিংসার’ তকমা দেন অভিষেক। ইডির জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”বাংলায় হেরে গিয়েছে তাই ওদের এত গাত্রদাহ। সেই থেকেই প্রতিহিংসার বশে এই ধরণের রাজনীতি করছে। এর শেষে দেখে ছাড়ব আমি। প্রয়োজন হলে উচ্চ আদালতে যাব। কিন্তু, যারা ক্ষমতায় বসে আছে, তাদের কাছে কিছুতেই মাথা নোয়াব না। একমাত্র মানুষের কাছেই মাথা নিচু করব… ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে যাঁদের কোণঠাসা করে রেখেছে, অভিষেক তাঁদের মতো নয়। আমি আত্মসমর্পণ করব না।”
বিশেষ ভাবে উল্লেখযোগ্য, আগামী ২০ অগাস্টের মধ্যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বিপাকে অভিষেক