কলকাতা -বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি কালীমন্দির থেকে গত মাসে চুরি হয়ে যায় লক্ষাধিক টাকার সোনার গহনা ও প্রণামীর টাকা। ঘটনার তদন্তে পুলিশ হাওড়ার বাসিন্দা সমীর হালদার, ওরফে জোজো নামক যুবককে গ্রেফতার করে। এরপর সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রণামীর ৭৪,৮৬৭ টাকার কয়েন উদ্ধার করে পুলিশ।
এই সোনা ও টাকা উদ্ধারের পর মন্দির কমিটি এবং স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।তদন্তকারীরা জানাচ্ছেন, চুরির পর সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের ভিত্তিতে জোজো এবং তার সঙ্গী ভগবৎ মাইতিকে গ্রেফতার করা হয়। জোজো ভগবতের কাছে মন্দিরের সোনার অলঙ্কার লুকিয়ে রেখেছিল, যা উদ্ধার হওয়ার পর পুলিশের ধারণা, তার পরিকল্পনা ছিল আরও বড় ধরণের অপরাধ করার। জোজোর বাড়ি থেকে উদ্ধার হওয়া কয়েন এবং নোট চুরির প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ। পুলিশ এখন জোজো এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
