এক বছর ধরে চলে পরিকল্পনা। অবশেষে পুলিসের জালে জনপ্রিয় ইউটিউবার ও তার বাবা-মা। সম্প্রতি কেরালার কোল্লাম জেলায় ৬ বছরের এক শিশুকন্যাকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ও তার বাবা-মাকে।গত সোমবার ওই কিশোরীকে অয়ুর শহর থেকে অপহরণ করা হয় এবং পরদিন কোল্লাম শহরের একটি মাঠে তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, তবে শিশুকন্যাটি সুস্থ রয়েছে। এরপর থেকেই অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। এরপরেই সামনে আসে সত্যিটা।শুক্রবার তিন অভিযুক্ত ব্যবসায়ীকে আর পদ্মকুমার, তাঁর স্ত্রী অনিতা কুমার এবং তাঁদের মেয়ে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবক পি অনুপমাকে তামিলনাড়ুর তেনকাসিতে খুঁজে বের করে পুলিস। তারা তিনজনই কোল্লামের চাথানুরের বাসিন্দা। গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়। মেয়েটির পরিবারের কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল অনিতা।অতিরিক্ত পুলিস সুপার (আইনশৃঙ্খলা) মো এম আর অজিত কুমার বলেন, প্রেমকুমারের ঋণের কারণে পরিবার অর্থের জন্য মরিয়া হয়ে উঠেছিল।এডিজিপি বলেন, ইঞ্জিনিয়ারিং পাশ পদ্মকুমার স্থানীয় কেবল টিভি পরিষেবা চালাতেন এবং চাষবাসও করতেন। তিনি প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন এবং তার পাওনাদারদের সঙ্গে কথা বলার জন্য অবিলম্বে ১০ লক্ষ টাকা প্রয়োজন ছিল।
শিশুকন্যাকে অপহরণের ঘটনায় গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার
শিশুকন্যাকে অপহরণের ঘটনায় গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram