অজ্ঞাত পরিচয় এক যুবকের টাওয়ারের উপরে বসে থাকতে দেখে চাঞ্চল্য এলাকায়, গতকাল সন্ধ্যার পর থেকে চেষ্টা করে নামানো হলো আজ ভোরে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় 2 নম্বর ব্লকের কাশিপুর থানার অন্তর্গত মাঝের আইট এলাকায় তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার বেলা দুটোর দিকে ওই টাওয়ারের উপর উঠে বসেছে ওই যুবক সেই সময় স্থানীয় মানুষজন দাদুর থেকে দেখতে পেয়ে মনে করে একটি হনুমান অথবা বাঁদর বসে আছে টাওয়ারের উপরে এই মনে করে স্থানীয় বাসিন্দারা প্রথমে এড়িয়ে যায় তবে এই ঘটনায় রাতের দিকে স্থানীয় কয়েকজন যুবক ওই টাওয়ারের কাছে গিয়ে লাইক মেরে দেখে যে ওটা হনুমান অথবা বাঁদর নয় ওটা হল এক অজ্ঞাত পরিচয় যুবক সঙ্গে সঙ্গেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কাশিপুর থানার পুলিশ এসে ওই যুবককে নামানোর চেষ্টা করে তখন ঘড়ির কাটায় বাজে রাত ২ টা।
আরও পড়ুন – সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত তিন যুবক, চাঞ্চল্য এলাকায়
পুলিশ নামানোর চেষ্টা করল না মানতে পারেনি ওই যুবককে কারণ ওই যুবকের যখনই নামাতে চাই টাওয়ার এর উপরে উঠে তখন ওই যুবক টাওয়ারের উপর থেকে টাওয়ারের বল ছুড়ে মারতে থাকে তবে এই ঘটনায় পুলিশ মনে করছে কোন একটা খারাপ উদ্দেশ্য নিয়ে টাওয়ারের উপরে উঠেছে তবে অবশেষে কাশিপুর থানার পুলিশ আজ ভোরে ওই যুবককে টাওয়ারের উপর থেকে নামিয়ে কাশিপুর থানায় নিয়ে যায় তবে কি কারণে টাওয়ার এর উপরে উঠে বসে ছিল সেটা তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ