‘অশনি’ সংকেত মোকাবিলায় তৎপর রাজ্য, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন করল নবান্ন। ধেয়ে আসছে ‘অশনি’, মঙ্গলবার রাতেই স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। এরপরই ঘুরপথ হবে তার গতি। ইতিমধ্যে অশনির জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে শুরু হবে এই বৃষ্টি যা চলবে শুক্রবার পর্যন্ত।
উপকূলীয় এলাকা বৃষ্টিতে কার্যত ভেসে যাবে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন করল নবান্ন। কিছুদিন আগে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন। ‘অশনি’ আসার আগেই সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল সেই বৈঠকে।
সেই মতো মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোতায়েন করা হল এনডিআরএফের টিম। নবান্ন সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২টি করে, হাওড়ায় ১টি, হুগলিতে ১টি এবং নদিয়ায় ১টি বিপর্যয় মোকাবিলা টিমকে মোতায়েন করা হয়েছে। ‘অশনি’র যে কোনও রকম দুর্যোগে তৎপর থাকতে হবে এই টিমগুলিকে। এর পাশাপাশি লালবাজারেও খোলা হয়েছে কন্ট্রোলরুম।
আরও পড়ুন – ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী
২৪ ঘণ্টার কন্ট্রোলরুম রয়েছে কলকাতা পুরসভা এবং নবান্নেও। কোনোরকম কোনো বিদ্যুৎ ছিন্ন হয়ে গেলে অথবা রাস্তার মাঝে গাছ পড়ে গেলে তা জানানোর জন্য রাজ্যের বিদ্যুৎ দফতরেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। অন্যদিকে, বিদ্যুৎ ভবনেও একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মঙ্গলবার থেকে এই কন্ট্রোলরুম চালু করা হল। এটি খোলা থাকবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়, সরাসরি কন্ট্রোলরুমে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগের নম্বর- 8900793503 / 8900793504। ‘অশনি’ সংকেত