কয়েক লক্ষ মূল্যের বন রুইয়ের আঁশ উদ্ধার

কয়েক লক্ষ মূল্যের বন রুইয়ের আঁশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আঁশ

কয়েক লক্ষ মূল্যের বন রুইয়ের আঁশ উদ্ধার । পাচারের ছক বানচাল করে দুষ্কৃতীদের হাতে নাতে পাকড়াও করলো বন দফররের কর্মীরা। জানা গিয়েছে,  লক্ষাধিক টাকার প্যাঙ্গোলিনের আঁশ সমেত গ্রেপ্তার দুই। বালাসন সেতু কাজ চলায় পাচারের ধরনের বদল! চার চাকার পরিবর্তে বাইকে করে পগার পার হওয়ার পরিকল্পনা আটে অভিযুক্তরা।

 

জানা গিয়েছে বন দপ্তরের অভিযানে লক্ষাধিক টাকার প্যাঙ্গলিনের আঁশ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ধৃতদের নাম সৌমেন সাহা ও পার্থ দাস। দুজনেই মোহিতনগর জলপাইগুড়ির বাসিন্দা। জানা যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার বালাসন নদী সংলগ্ন এলাকায় বনদপ্তরের শারুগাড়া রেঞ্জের তরফে অভিযান চালানো হয়।

 

বালাসন সেতুর কাছে ওত পেতে বসেছিল বনকর্মীরা। বনকর্মীদের কাছে থাকা খবর মোতাবেক সন্দেহভাজন দুটি বাইক আসতেই আটক করে তল্লাশী চালায়।  আটক করে তল্লাশি চালাতেই প্রায় ৪কেজি ৪৬৭গ্রাম বন রুইয়ের আঁশ উদ্ধার করা হয়।

 

আর ও   পড়ুন  বিধ্বংসী অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই চিপস তৈরির কারখানা

 

উদ্ধার হওয়া বনরুইয়ের আঁশের বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। বনদপ্তরের তরফে জানা গিয়েছে এটি আসাম থেকে আনা হয়েছিল। আসাম ও বাংলা সীমান্ত পেরিয়ে তা নেপালে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে শিলিগুড়িতে ঢুকতেই হাতেনাতে গ্রেপ্তার হয়। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

 

উল্লেখ্য, কয়েক লক্ষ মূল্যের বন রুইয়ের আঁশ উদ্ধার । পাচারের ছক বানচাল করে দুষ্কৃতীদের হাতে নাতে পাকড়াও করলো বন দফররের কর্মীরা। জানা গিয়েছে,  লক্ষাধিক টাকার প্যাঙ্গোলিনের আঁশ সমেত গ্রেপ্তার দুই। বালাসন সেতু কাজ চলায় পাচারের ধরনের বদল! চার চাকার পরিবর্তে বাইকে করে পগার পার হওয়ার পরিকল্পনা আটে অভিযুক্তরা।  জানা গিয়েছে বন দপ্তরের অভিযানে লক্ষাধিক টাকার প্যাঙ্গলিনের আঁশ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি।

 

ধৃতদের নাম সৌমেন সাহা ও পার্থ দাস। দুজনেই মোহিতনগর জলপাইগুড়ির বাসিন্দা। জানা যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার বালাসন নদী সংলগ্ন এলাকায় বনদপ্তরের শারুগাড়া রেঞ্জের তরফে অভিযান চালানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top