স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন,(৭নভেম্বর ১৮৮৮ – ২১ নভেম্বর ১৯৭০) ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তাঁর মৌলিক আবিষ্কারের জন্য ১৯৩০ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি হিউস মেডেল (১৯৩০),ভারত রত্ন (১৯৫৪),লেনিন শান্তি পুরস্কার (১৯৫৭) সহ বিভিন্ন পুরষ্কার লাভ করেন।বিজ্ঞানের নোবেল পুরষ্কার পাওয়ার জন্য তিনি প্রথম এশিয় এবং প্রথম অ-শ্বেতাঙ্গ ছিলেন। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে।
অল্প বয়সে স্যার রমন বিশাখাপত্তনম শহরে চলে যান সেখানে সেন্ট আলয়সিয়াস অ্যাংলো-ইন্ডিয়ান হাইস্কুলে অধ্যয়ন করেন। তিনি ১১ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৩ বছর বয়সে বৃত্তির মাধ্যমে এফ.এ পরীক্ষার পাশ করেন। ১৯০২ সালে স্যার রমণ মাদ্রাজের (বর্তমানে চেন্নাই) প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন যেখানে তাঁর পিতা গণিত ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। ১৯০৪ সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব আর্টস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সঙ্গে পদার্থবিদ্যায় স্বর্ণপদক পান। ১৯০৭ সালে সর্বোচ্চ ডিস্টিংসান নিয়ে তিনি মাস্টার অফ সায়েন্স ডিগ্রী অর্জন করেন।
পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে দীর্ঘদিন চাকরি করার পরেও তিনি কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে গবেষনা চালিয়ে যান। তারপর ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানের জন্য তিনি নোবেল অর্জন করেন। তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়েই তিনি আজও সারা বিশ্বে সমাদৃত।