কোভিড আবহের বিষাদ কাটিয়ে ফের বিগ বাজেটের শারদোৎসব আয়োজনে বালুরঘাট অভিযাত্রী ক্লাব

কোভিড আবহের বিষাদ কাটিয়ে ফের বিগ বাজেটের শারদোৎসব আয়োজনে বালুরঘাট অভিযাত্রী ক্লাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোভিড আবহের বিষাদ কাটিয়ে ফের বিগ বাজেটের শারদোৎসব আয়োজনে বালুরঘাট অভিযাত্রী ক্লাব। শনিবার উল্টোরথের দিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে নিজ ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজোর মাধ্যমে ৫৮তম শারদোৎসবের শুভ সূচনা করল বালুরঘাট অভিযাত্রী ক্লাব। এবারে বালুরঘাট অভিযাত্রী ক্লাব-এর শারদোৎসবের থিম টাইটানিক জাহাজ। ক্লাব সূত্রে খবর ক্লাবের নিজ প্রাঙ্গণে দক্ষ শিল্পীরা ১০০ ফুট দৈর্ঘ্য এবং ৯০ ফুট প্রস্থ আয়তন বিশিষ্ট টাইটানিক জাহাজের আদলে মন্ডপ নির্মাণ করবেন। যা থাকবে বুর্জ খলিফার ধাচে এল.ই.ডি আলো দ্বারা বেষ্টিত এবং মন্ডপের ভিতরে থাকবে নানারকম ছবি। যদিও প্রতিমায় থাকবে সাবেকিয়ানার ছাপ।

 

প্রতিমা সেজে উঠবে কৃষ্ণনগরের বিখ্যাত ডাকের সাচে। ক্লাব সূত্রে খবর চলতি বছরে তাদের ক্লাবের শারদোৎসবের বাজেট ২০-২১ লক্ষ টাকা। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের বিগ বাজেটের দুর্গোৎসবগুলির মধ্যে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব-এর দুর্গোৎসব অন্যতম নজরকাড়া। ফলে প্রতিবছরই বালুরঘাট অভিযাত্রী ক্লাবের দুর্গোৎসব দেখতে দর্শনার্থীদের ভীড় কার্যত উপচে পড়তে দেখা যায় বালুরঘাট অভিযাত্রী ক্লাবের পূজোপ্রাঙ্গণে। কিন্তু বিগত ২ বছরে কোভিড আবহ থাকার দরুণ বালুরঘাট অভিযাত্রী ক্লাবের দুর্গোৎসব ছিল জৌলুসহীন।

আরও পড়ুন – গরুকে FMD ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের

ক্লাবের সদস্যদের আশা তাদের দুর্গোৎসব ঘিরে জীবিকা নির্বাহ করা প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ীরা কোভিড আবহের ব্যাবসায় মন্দা কাটিয়ে আর্থিক মূলস্রোতে ফিরবে। চলতি বছরে বালুরঘাট অভিযাত্রী ক্লাবের চমক কি হতে চলেছে সে বিষয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি না হলেও জানা গেছে দশমীর দিন প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতে শহরবাসীকে চমক দিতে ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। বালুরঘাট অভিযাত্রী ক্লাব-এর সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন আনন্দময়ীর আঙ্গিকে আনন্দ যেন থাকে- বিষাদ যেন না থাকে এই আমাদের প্রার্থনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top