জগদ্ধাত্রী পুজোর বিজয়া সম্মেলনী। জগদ্ধাত্রী পুজোর বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল।এদিন সঙ্গীত থেকে নানা ধরনের অনুষ্ঠান সেখানে হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সভাপতি সত্যম রায়চৌধুরী ও সম্পাদক বিজয় গুহ মল্লিক কে সন্মান প্রদান করা হয়। প্রসঙ্গত,জগদ্ধাত্রী পুজো হয়ে গেলেও তার রেশ এখনো চলছে।
দুবছর করোনা আবহাওয়ার কারণে চন্দননগরে পুজোর আনন্দ উৎসব করতে পারেনি আট থেকে আশি।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই এ বছর মহা ধুমধামের সঙ্গে পুজা অনুষ্ঠিত হয়। এবছর সবাইকে টক্কর দিয়ে প্রায় ৫০ টি পুরষ্কার তাদের ঝুলিতে সংগ্রহ করেছে চন্দননগর দৈবক পাড়া পুজা কমিটি।প্যান্ডেল,লাইট,প্রতিমা,থিম, শোভাযাত্রা সব কিছুতে পুরষ্কার অর্জন করেছে এই পুজা কমিটি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন, অতিথি বরণ,দুপুরের ভোজন সব মিলিয়ে অনেক মানুষের সমগাম হয় বিজয়া সন্মেলনি অনুষ্ঠানে।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
উল্লেখ্য, জগদ্ধাত্রী পুজোর বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল।এদিন সঙ্গীত থেকে নানা ধরনের অনুষ্ঠান সেখানে হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে সভাপতি সত্যম রায়চৌধুরী ও সম্পাদক বিজয় গুহ মল্লিক কে সন্মান প্রদান করা হয়। প্রসঙ্গত,জগদ্ধাত্রী পুজো হয়ে গেলেও তার রেশ এখনো চলছে।দুবছর করোনা আবহাওয়ার কারণে চন্দননগরে পুজোর আনন্দ উৎসব করতে পারেনি আট থেকে আশি।
কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই এ বছর মহা ধুমধামের সঙ্গে পুজা অনুষ্ঠিত হয়। এবছর সবাইকে টক্কর দিয়ে প্রায় ৫০ টি পুরষ্কার তাদের ঝুলিতে সংগ্রহ করেছে চন্দননগর দৈবক পাড়া পুজা কমিটি।প্যান্ডেল,লাইট,প্রতিমা,থিম, শোভাযাত্রা সব কিছুতে পুরষ্কার অর্জন করেছে এই পুজা কমিটি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন, অতিথি বরণ,দুপুরের ভোজন সব মিলিয়ে অনেক মানুষের সমগাম হয় বিজয়া সন্মেলনি অনুষ্ঠানে।