জ্বলল উন্নয়নের আলো। ইতিমধ্যেই বালুরঘাট শহরের প্রধান প্রধান পথগুলিতে তিরাঙ্গা রঙে জমকালো এল.ই.ডি লাইট লাগানো হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি বালুরঘাট শহরের ছোট মাঝারি মাপের পার্কগুলিতেও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই লাগানো হয়েছে তিরাঙ্গা এল.ই.ডি লাইট।
এবার শহরের প্রয়োজনীয় একাধিক জায়গাকে চিহ্নিত করে সোলার লাইট বসানোর উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের চকভবানী এলাকায় সোলার লাইট স্থাপন করল বালুরঘাট পৌরসভা।সোলার লাইটের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। প্রসঙ্গত, বালুরঘাটের চকভবানী শ্মশান চত্বরে পর্যাপ্ত আলোর অভাব ছিল। ফলে চকভবানী শ্মশানে দাহ কার্য করতে আসা এবং শ্মশান সংলগ্ন কবরস্থানে কবর দিতে আসা মানুষদের কবর দেওয়ার কাজ সম্পন্ন করতে অসুবিধা হত।
এরপরেই আলোর সমস্যা মেটাতে উদ্যোগী হয় বালুরঘাট পৌর কর্তৃপক্ষ এবং শ্মশান চত্বরে সোলার লাইট স্থাপন করে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন চকভবানী শ্মশান চত্বরে পর্যাপ্ত আলোর অভাব ছিল, সোলার লাইট লাগানোর কারনে শ্মশানে আসা মানুষদের সুবিধা হবে। তিনি বলেন শহর জুড়েই পরিকল্পনা রয়েছে সোলার লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন – আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪
উল্লেখ্য, জ্বলল উন্নয়নের আলো। ইতিমধ্যেই বালুরঘাট শহরের প্রধান প্রধান পথগুলিতে তিরাঙ্গা রঙে জমকালো এল.ই.ডি লাইট লাগানো হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি বালুরঘাট শহরের ছোট মাঝারি মাপের পার্কগুলিতেও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই লাগানো হয়েছে তিরাঙ্গা এল.ই.ডি লাইট। এবার শহরের প্রয়োজনীয় একাধিক জায়গাকে চিহ্নিত করে সোলার লাইট বসানোর উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের চকভবানী এলাকায় সোলার লাইট স্থাপন করল বালুরঘাট পৌরসভা।
সোলার লাইটের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। প্রসঙ্গত, বালুরঘাটের চকভবানী শ্মশান চত্বরে পর্যাপ্ত আলোর অভাব ছিল। ফলে চকভবানী শ্মশানে দাহ কার্য করতে আসা এবং শ্মশান সংলগ্ন কবরস্থানে কবর দিতে আসা মানুষদের কবর দেওয়ার কাজ সম্পন্ন করতে অসুবিধা হত। এরপরেই আলোর সমস্যা মেটাতে উদ্যোগী হয় বালুরঘাট পৌর কর্তৃপক্ষ এবং শ্মশান চত্বরে সোলার লাইট স্থাপন করে।