রাজ্যে মহিলাদের সন্মান দিয়েছেন মমতা, প্রশংসায় চন্দ্রিমা

রাজ্যে মহিলাদের সন্মান দিয়েছেন মমতা, প্রশংসায় চন্দ্রিমা। মহিলাদের সমস্ত সন্মান দিয়েছেন আমাদের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।এবার পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সেই প্রতিদান ফিরিয়ে দেবার পালা। তৃনমূল দলের মহিলা কর্মীদের এই বার্তা দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী স্বাস্হ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

 

বুধবার মাদারিহাটের স্হানীয় কমিউনিটি হলে দলের মহিলা কর্মীদের পঞ্চায়েত সন্মেলনে রাজ্যের স্বাস্হ্যমন্ত্রী বলেন , মমতা বন্দোপাধ্যায় রাজ্যে মেয়েদের সন্মান দিয়েছেন । পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত । মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার সহ মেয়েদের জন্য বহু প্রকল্প চালু করে রাজ্যে মহিলাদের আর্থিক গ্যারান্টার হয়ে গিয়েছেন । তাই মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে ।

 

এরপরেই সন্মেলনে দলের মহিলা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে স্বাস্হ্যমন্ত্রী বলেন , আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে ১২৫২, পঞ্চায়েত সমিতিতে ১৮৯ ও জেলা পরিষদে ১৮টি আসন । ত্রিস্তর পঞ্চায়েত ভোটের সব আসনে জিততে হবে ।

 

সন্মেলনে বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধেও সুর চড়ান স্বাস্হ্যমন্ত্রী । স্বাস্হ্যমন্ত্রী বলেন , বাংলাকে টুকরো টুকরো করার চক্রান্ত চলছে । এই চক্রান্তের বিরুদ্ধে মহিলাদের একজোট হতে হবে । মহিলাদের আঁচলে আঁচলে গিট দিয়ে বাংলাকে বেঁধে রাখত হবে ।

আরও পড়ুন – আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪

সন্মেলন শেষে এদিন স্বাস্হ্যমন্ত্রী মাদারিহাটের রবীন্দ্রনগরে স্হানীয় তিন বাসিন্দার বাড়িতে ঢুকে যান । বাসিন্দাদের কাছে স্বাস্হ্যমন্ত্রী জানতে চান তাঁরা কেউ রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কিনা । বাসিন্দারা মাথা হেলে সায় দেন তাঁদের রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা মিলছে । তবে তারই মধ্যে এক মহিলা স্বাস্হ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেন আবেদন তিনি ঘর পাচ্ছেন না । স্বাস্হ্যমন্ত্রী ওই মহিলাকে আশ্বস্ত করে বলেন কেন্দ্র থেকে অর্থ এলেই ঘর দেওয়া শুরু হবে ।

 

পঞ্চায়েত ভোটের আগে এদিন মাদারিহাটের কমিউনিটি হলে তৃণমূল মহিলা কংগ্রেসের পঞ্চায়েত সন্মেলনে মহিলাদের ভিড় উপচে পড়েছিল । সন্মেলনে উপস্হিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক , দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী , জেডিএর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ও মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী দীপিকা রায় । মহিলাদের সমস্ত