দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক

দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক। এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয়ে যান মত্সজীবীরা। কারণ এর দাম। চাহিদা প্রবল থাকায় বিপুল দামে বিকোয় এই মাছ। রবিবার দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক।

একটা দুটো নয়, মোট ৬টি তেলিয়া ভোলা মাছ উঠল নন্দীগ্রামের এক ট্রলারে। ৩ টি মাছের ওজন প্রায় ৭১ কেজির ওপরে দাম উঠেছিল প্রতি কেজি এই মাছে র দাম প্রায় ১৭ হাজার টাকা। আর ৩ টির ওজন ৫১ কেজি করে দাম কেজি প্রতি প্রায় ৩ হাজার টাকা।

উল্লেখ্য, সাধারণভাবে মত্সজীবীদের জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ পড়লেই বাজারে হইচই পড়ে যেত। ওইসব মাছ জালে পড়ার খবর রটতেই দীঘা মোহনায় ভিড় জমান উত্সুক মত্সজীবী ও পর্যটকরা।

আরও পড়ুন – অর্পিতা পার্থের বন্ধ ফ্লাটে অসহায় সারমেয়রা

উল্লেখ্য,  এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয়ে যান মত্সজীবীরা। কারণ এর দাম। চাহিদা প্রবল থাকায় বিপুল দামে বিকোয় এই মাছ। রবিবার দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক।

একটা দুটো নয়, মোট ৬টি তেলিয়া ভোলা মাছ উঠল নন্দীগ্রামের এক ট্রলারে। ৩ টি মাছের ওজন প্রায় ৭১ কেজির ওপরে দাম উঠেছিল প্রতি কেজি এই মাছে র দাম প্রায় ১৭ হাজার টাকা। আর ৩ টির ওজন ৫১ কেজি করে দাম কেজি প্রতি প্রায় ৩ হাজার টাকা।

উল্লেখ্য, সাধারণভাবে মত্সজীবীদের জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ পড়লেই বাজারে হইচই পড়ে যেত। ওইসব মাছ জালে পড়ার খবর রটতেই দীঘা মোহনায় ভিড় জমান উত্সুক মত্সজীবী ও পর্যটকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top