Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Find out about the date and happy time of the Diwali festival

দীপাবলির তারিখ ও শুভ সময় সম্পর্কে জেনে নিন

দীপাবলির তারিখ ও শুভ সময় সম্পর্কে জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তারিখ

দীপাবলির তারিখ ও শুভ সময় সম্পর্কে জেনে নিন।  শাস্ত্র মতে ২০২১ সালের কালীপুজো পড়েছে ৪ নভেম্বর। সেদিন বাংলার বাইরে বিভিন্ন জায়গায় দিওয়ালির পুজো হয়। আবার সেদিনই দ্বীপান্বিতা অমাবস্যা। গনেশ চতুর্থী যাওয়া মানেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। করোনার আমেজে উৎসব মুখর বাঙালি ২০২০ সালে পুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিল। তবে এ বারে অনেকেই টিকা নিয়ে নিয়েছেন। ফলে প্রত্যেকেই প্রস্তত রয়েছেন এবছরের উৎসবের প্রতিটি দিন উপভোগ করার জন্য। তা সে দুর্গাপুজো  হোক, কালীপুজো, দীপাবলি বা জগদ্ধাত্রী পুজো। উমার আরাধনার পর্ব মিটতেই শুরু মা লক্ষ্মীর আরাধনা ও তারপরই কালীপুজো। দীপাবলির আসরে শ্যামাপুজো ঘিরে প্রতিবারই বাঙালির উৎসাহ থাকে চোখে পড়ার মত।

 

দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো। এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি পড়েছে ৪ নভেম্বর। দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজোও করা হয়। জ্যোতিষীদের মতে, এই বছর সেই সময় চারটি গ্রহ থাকবে একই রাশিতে। ফলস্বরূপ কিছু মানুষের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। তাঁদের উপর লক্ষ্মী -গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন। জ্যোতিষাচার্য অরবিন্দ মিশ্রের জানাচ্ছেন, কতটা শুভ মুহূর্ত আসতে চলেছে এই দীপাবলিতে।

 

আর ও  পড়ুন    বেআইনিভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার ৬ বাংলাদেশী

 

এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে কালী পুজোর দিন, সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহই থাকবে তুলাতে। শুক্র হল তুলা রাশির গ্রহ। তাই এদিন লক্ষ্মীদেবীর পুজো করলে তা শুভ ফল দেবে তুলা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্রে শুক্রের প্রভাবেই আরাম ও বিলাসবহুল জীবনযাত্রা মেলে। অন্যদিকে সূর্যকে মনে করা হয় সমস্ত গ্রহের রাজা। মঙ্গল গ্রহের অধিনায়ক এবং বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। এর সঙ্গে, চন্দ্রকে মনের কারণ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, সূর্যকে পিতা এবং চন্দ্রকে মাতা হিসেবে বিবেচনা করা হয়।

 

এবছর আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার পড়েছে দীপাবলি। ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top