নিজস্ব সাংবাদদাতা, কলকাতা, ৮ই নভেম্বর, বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাহিত্যিক নবনীতা দেবসেনের জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল হিন্দুস্তান রোডের নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়ানে গোটা সাহিত্যদুনিয়া শোকস্তব্ধ।
নবনীতা দেবসেনের প্রয়ানের খবরে দুঃখ প্রকাশ করলেন অমর্ত্য সেন, বললেন “কলকাতায় ফিরে আর কী হবে? যাকে দেখতে যেতাম সেই তো চলে গেল”।১৯৬০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতা সেন দীর্ঘদিন ধরেই ক্যানসার রোগে ভুগছিলেন। কিন্তু তাঁর মধ্যেও তিনি সাহিত্যকে ভুলে থাকেননি। কঠিন ব্যামোর মধ্যেও তাঁর লেখালেখি থামেনি। কিন্তু শেষপর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে পারলেন না। সাহিত্যিক দুনিয়ায় নিভে গেল আরও এক প্রদীপ।
এদিন তাঁর বাড়িতে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছিল বাড়ির গেট।আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।তিনি পদ্মশ্রী, সাহিত্য একাডেমি, কমলকুমারী সহ বহু পরষ্কার লাভ করেন। তাঁর জন্ম কোলকাতায়। মাতা রাধারানি দেবী ও পিতা নরেন্দ্রনাথ দেব উভয়ই কবি ছিলেন। কবিতা, গদ্য উভয়ক্ষেত্রেই তিনি পারদর্শী ছিলেন। ‘রামকথা’ নিয়েও তিনি বহুদিন চর্চা করেছিলেন। তাঁর অসামান্য লেখার প্রেমে পড়েছিল সকল পাঠককুল।
নবনীতা সেনের প্রয়ানে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু রাজনৈতিক ব্যক্তিগন।