নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৮ জুন:-▪ শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ার দাসপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের দাবী তাকে খুন করা হয়েছে। খুন করার অভিযোগ বৌমা ও তার বাবার বিরুদ্ধে। বৃহষ্পতিবার সকালে বাড়ির মধ্যে থেকেই জগন্নাথ দাসের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা মৃতের ছেলের শ্বশুরকে ব্যাপক মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পৌছয় শান্তিনিকেতন থানার পুলিশ।