রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মশালায় উপস্থিত আমেরিকান অধ্যাপক। সমাজবিজ্ঞানে গবেষণার গুরুত্ব নিয়ে এই প্রথম কোনো কর্মশালার আয়োজন করা হল রায়গঞ্জে। সমাজ বিজ্ঞানে গুণগত ও পরিমানগত তথ্য বিশ্লেষণে গুরুত্ব নিয়ে তিন দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সী সভাঘরে। অর্থনীতি, ভূগোল এবং সমাজবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শনিবারই ছিল প্রথম দিন।
এই কর্মশালার উদ্বোধন করেন পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির নৃতত্ত্ব বিভাগের প্রফেসর মেরি সেন্ক, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর অধ্যাপক ডক্টর শাশ্বত ঘোষ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার , ডিন কালিশংকর তিওয়ারী, ডিন দীপক রায় , সঞ্জীব মন্ডল প্রমূখেরা । মূলত স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণায় অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে । কর্মশালাটি সম্পর্কে অধ্যাপকেরা বলেন, এই ধরনের কর্মশালা এই প্রথম রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা ও ইউএসএ থেকে অতিথিরা এসে এই কর্মশালাকে সমৃদ্ধ করেছেন।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
এতে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকৃত হবে আশা করছি। অন্যদিকে এদিনের কর্মশালায় উপস্থিত হয়ে ইউএসএ থেকে আগত ডক্টর মেরি সেনক বলেন, গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে অগ্রসর হবে এবং ভবিষ্যতে নিজেদের কর্মক্ষেত্রে কিভাবে সফলতার সঙ্গে কাজ করবে, তার রূপরেখা তৈরি করতে এই কর্মশালা সহায়ক হবে।
একই ব্যাপারে ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা থেকে আগত ডক্টর শাশ্বত ঘোষ জানান, কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ মেথড একে অপরের হাত ধরে চলে। সোশ্যাল সায়েন্সে রিসার্চ টাকে বুঝতে গেলে যেমন তথ্য প্রয়োজন তেমনই তথ্যের সঠিক ইন্টারপ্রিটেশন প্রয়োজন। এই কর্মশালার মাধ্যমে রিসার্চ স্কলার ও পোস্ট গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মশালায় উপস্থিত আমেরিকান অধ্যাপক। সমাজবিজ্ঞানে গবেষণার গুরুত্ব নিয়ে এই প্রথম কোনো কর্মশালার আয়োজন করা হল রায়গঞ্জে। সমাজ বিজ্ঞানে গুণগত ও পরিমানগত তথ্য বিশ্লেষণে গুরুত্ব নিয়ে তিন দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সী সভাঘরে। অর্থনীতি, ভূগোল এবং সমাজবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শনিবারই ছিল প্রথম দিন।