বিধায়কের উদ্যোগে শুরু হচ্ছে মাটি কাটার কাজ। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান।তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে শুরু হল চাঁচোল মহকুমা এলাকায় মাটি কাটার কাজ।এই জট কাটাতে এগিয়ে এসেছেন চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।বিষয়টি নিয়ে জেসিবি ও ট্রাক্টর মালিকদের নিয়ে এক সভা করেন চাঁচোল বিধায়ক।সেখানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লকের আই এন টি টি ইউ সি সভাপতি অমিতেষ পান্ডে সহ দলীয় কর্মীরা।আর সেই সভাতেই এই দীর্ঘ জটিলতার অবসান ঘটে।
এ বিষয়ে চাঁচোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান,এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি ট্র্যাক্টর ও জেসিবি মালিক কর্মচারীরা উপকৃত হবে।উল্লেখ্য,প্রায় আট মাস ধরে চাঁচল মহকুমা এলাকায় বন্ধ রয়েছে জেসিবি দিয়ে মাটি কাটার কাজ।ফলে ট্রাক্টর গুলিও বন্ধ হয়ে যায়।আট মাস বাদে স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে ট্রাক্টর ও জেসিবি মালিকদের জীবন।আগামী রবিবার চাঁচল কলেজ মাঠে একটি সভা করা হবে।মাটি কাটা কাজ কবে থেকে শুরু করা হবে সেই সভা থেকেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আই এন টি টি ইউ সির সভাপতি অমিতেষ পান্ডে।
আরও পড়ুন – আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪
উল্লেখ্য, অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান।তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে শুরু হল চাঁচোল মহকুমা এলাকায় মাটি কাটার কাজ।এই জট কাটাতে এগিয়ে এসেছেন চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।বিষয়টি নিয়ে জেসিবি ও ট্রাক্টর মালিকদের নিয়ে এক সভা করেন চাঁচোল বিধায়ক।সেখানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লকের আই এন টি টি ইউ সি সভাপতি অমিতেষ পান্ডে সহ দলীয় কর্মীরা।আর সেই সভাতেই এই দীর্ঘ জটিলতার অবসান ঘটে।
এ বিষয়ে চাঁচোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান,এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি ট্র্যাক্টর ও জেসিবি মালিক কর্মচারীরা উপকৃত হবে।উল্লেখ্য,প্রায় আট মাস ধরে চাঁচল মহকুমা এলাকায় বন্ধ রয়েছে জেসিবি দিয়ে মাটি কাটার কাজ। ফলে ট্রাক্টর গুলিও বন্ধ হয়ে যায়।আট মাস বাদে স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে ট্রাক্টর ও জেসিবি মালিকদের জীবন।আগামী রবিবার চাঁচল কলেজ মাঠে একটি সভা করা হবে।মাটি কাটা কাজ কবে থেকে শুরু করা হবে সেই সভা থেকেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আই এন টি টি ইউ সির সভাপতি অমিতেষ পান্ডে।