Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ২০২২এমপি কাপের শুভ...

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ২০২২এমপি কাপের শুভ সূচনা হয় ডায়মন্ড হারবার sdo গ্রাউন্ডে

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ২০২২এমপি কাপের শুভ সূচনা হয় ডায়মন্ড হারবার sdo গ্রাউন্ডে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ২০২২এমপি কাপের শুভ সূচনা হয় ডায়মন্ড হারবার sdo গ্রাউন্ডে। ফুটবল খেলা হলো সাধারণ মানুষের একটা আবেগ, আর সেই আবেগ ও গ্রাম বাংলা থেকে কিছু প্রতিভা ফুটবলার কে মাঠের মূল মঞ্চে তুলে আনতে নিজে ২০১৭-য়ে এমপি কাপ শুরু করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।কোভিড পরিস্থিতিতে গত ২০২০ সালে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়,তার পরের বছর অর্থাৎ ২০২১ সালে করোনা কিছুটা শিতিশিল থাকার কারণে খেলা হলেও মানুষের মধ্যে তেমনটা উৎসাহ ছিলনা।

 

এবছর প্রায় করোনা মুক্ত তাই আবার ও ধুমধামের সঙ্গে শুরু হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপ্নের এমপি কাপ ফুটবল খেলা। ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল অংশ নিয়েছেন। খেলা শুরু হয় ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে আজ অর্থাৎ ১০ই ডিসেম্বর থেকে,তার শুভ উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত হবেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী হানি সিং,উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল,যুব নেতা জাহাঙ্গীর খান, কেনিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা,রাজ্যসভার সাংসদ সান্তনু সেন,জেলা সভাধিপতি শামীমা শেখ,শক্তিপদ মণ্ডল, ডা:হা: ফুটবল প্রেসিডেন্ট গৌরাঙ্গ ব্যানার্জি,স্নেহাশিস চক্রবর্ত্তী,পার্থ ভৌমিক,সহ ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধায়ক ও আরো অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন

স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দলগুলির হয়ে খেলায় বিশিষ্ট ফুটবলাররাও শামিল হয়েছেন। ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবার ও বজবজ ম্যাচ দিয়ে এমপি কাপের শুভ সূচনা হয় ডায়মন্ড হারবার এসডিও মাঠে। ঐদিনের ম্যাচ খেলা নিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ ছিল তুঙ্গে,সে বিষয়ে কোনও সন্দেহ নেই। উদ্বোধনী ফুটবল ম্যাচ শেষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়,করোনার ধাক্কা সামলে ফের শুরু হয় এমপি কাপ।

 

২০২২ এমপি কাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,তিনি বলেন মাঠে লড়াই থাকুক,মাঠের বাইরে যেন ভুলভ্রান্তি না হয়। ফুটবল বাঙালির আবেগ, খেলায় কেউ জেতে আবার কেউ হারে। যে হারবে সে আগামী বছর আবার খেলবে, নিজেদের মধ্যে মত পার্থক্যকে প্রাধান্য দিয়েও সমাজের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে।একে-অপরের সঙ্গে মাঠের বাইরে দূরত্ব যেন না থাকে। তিনি আরও বলেন, রাজনীতির ময়দানে আমরা লড়ে নেব,লড়তে জানি তবে এই ২০ দিন কোনো রাজনীতি হবে না শুধু খেলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top