বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিম, দার্জিলিং-কালিম্পংয়ে ধস নামতে শুরু করেছে

সিকিম

বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিম, দার্জিলিং-কালিম্পংয়ে ধস নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গে।  বৃষ্টির প্রকোপ একটু কমেছে। একটু চকচকে হয়েছে আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের  বেড়েছে প্রবল বৃষ্টি। গত দুদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  দার্জিলিং-কালিম্পংয়ে ধস নামতে শুরু করেছে। ধস নামছে সিকিমেও। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এলাকায়। পাহাড়ের বহু রাস্তা বন্ধ, অনেক পর্যটক আটকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গে। দার্জিলিং একপ্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকী  বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়কও ধসের জেরে।

 

এরইমধ্যে   বুধবার দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। স্থানীয় প্রসাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং থেকে শিলিগুড়ির ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। তার ফলে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে রোহিণী রোডে। ত্রিবেণীর কাছে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। চিত্রেতে রাস্তায় বিরাট ফাটল তৈরি হয়েছে, যে কোনও মুহূর্তে নামতে পারে বড় ধস।

 

আর ও পড়ুন     পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ বাঙালি পর্যটক

 

এছাড়া লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ৫৫ নম্বর জাতীয় সড়কই নয়, শিলিগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বালাসন সেতুও ক্ষতিগ্রস্ত। তাই এই রোডও বন্ধ করে দেওয়া হয়েছে। রিম্বিকের পালমাজুয়া ব্রিজের কাছে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সুখিয়াপখরি থেকে মানেভঞ্জনের রাস্তাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণেই মাটি আলগা হয়ে ধস নামছে। তিস্তা ফুঁসছে, পাহাড়েও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।  দার্জিলিংয়ের জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ছোট ছোট অনেক জায়গায় ধস রয়েছে। কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। দার্জিলিংয়ের দিকে রাস্তা খোলা রয়েছে। তবে দার্জিলিং থেকে ফেরার রাস্তা বন্ধ। ফলে অনেক পর্যটক আটকে পড়েছেন প্রবল বর্ষণ আর ধসের কারণে।

 

উল্লেখ্য,  বৃষ্টির প্রকোপ একটু কমেছে। একটু চকচকে হয়েছে আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের  বেড়েছে প্রবল বৃষ্টি। গত দুদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  দার্জিলিং-কালিম্পংয়ে ধস নামতে শুরু করেছে। ধস নামছে সিকিমেও। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এলাকায়। পাহাড়ের বহু রাস্তা বন্ধ, অনেক পর্যটক আটকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গে। দার্জিলিং একপ্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকী  বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়কও ধসের জেরে।