Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ব্যালটে প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন সৌগত

ব্যালটে প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন সৌগত ,

ব্যালটে প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন সৌগত ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্যালটে প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন সৌগত , তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারবারই বলেছিলেন, মানুষ যাঁকে চাইবেন, তিনিই এবার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মনোনয়নপর্বও চলেছিল। অভিষেকের সভাস্থল কিংবা অধিবেশন স্থলে ছিল ব্যালট বাক্স। সেখানে সাধারণ মানুষের পছন্দের প্রার্থীর নাম জমা দেওয়ার সুযোগও ছিল। কিন্তু সেই পর্ব কতটা সফল সে প্রসঙ্গে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। রবিবার হুগলির সপ্তগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে তা নিয়ে দ্বিধার সুর দমদমের সাংসদ সৌগত রায়ের মুখেও।

 

 

 

 

 

রবিবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার মহানাদে গিয়ে সৌগত রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বেশ কিছু নির্দেশ স্পষ্ট করে দিয়েছেন। এবার মাত্র ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসকদল, যেখানে চাইলে ৮০ শতাংশ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা যেত। কিন্তু তা হয়নি। কোনও জোর জবরদস্তি চলবে না। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, তা দেখার দায়িত্ব শাসকদলেরই। প্রয়োজনে তার জন্য প্রচারও করতে হবে বলে মন্তব্য করেন সৌগত রায়।

 

 

 

 

নির্দল-বার্তাও দেন সৌগত বলেন,“কোনও নির্দল যদি বলে থাকে তাঁকে ভোট দিতে,জিতে তিনি তৃণমূলে যাবেন,সে সুযোগ নেই। একজন নির্দল প্রার্থীকেও ফেরানো হবে না বলেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন,তার ভিত্তিতেই ভোটারদের দোরে দোরে যাওয়ার কথা বলেন দমদমের সাংসদ।

 

 

 

ভাবনা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়িত যে করা যায়নি,সে কথা তুলে ধরেই সৌগত রায় বলেন,“ভাবনা ছিল সব জায়গায় পঞ্চায়েতের প্রার্থী আমরা ব্যালটের মাধ্যমে ঠিক করতে পারি। কিন্তু সে ব্যাপারে দলের অভিজ্ঞতা ছিল না।তার ফলে অনেক জায়গায় ঠিকভাবে ভোট করা যায়নি।যেটুকু আমরা তার থেকে ফল পেয়েছি,তা ছাড়া আইপ্যাকের লোকেরাও বিভিন্ন জায়গায় সার্ভে করেছে।তাদেরও রিপোর্ট আছে।দলীয় নেতৃত্ব যাঁরা আছেন, ব্লক স্তরে তাঁদেরও সাজেশন ছিল।তাই নিয়ে আমরা পঞ্চায়েতে প্রার্থী ঠিক করেছি।”

 

 

 

আরও পড়ুন –  বুথের সংগঠন মজবুত চাই, মঙ্গলবার কর্মীদের টোটকা মোদীর ,

 

 

এই ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে জেলায় জেলায় অধিবেশনস্থলে ব্যালট বাক্স উল্টে ফেলে দেওয়া কিংবা ব্যালট পেপার ছিঁড়ে ফেলার মতো ঘটনা সামনে এসেছে।এই পর্বকে ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগও এসে একাধিক জায়গা থেকে। পছন্দের প্রার্থীর নাম জমাকে কেন্দ্র করে কারচুপিরও অভিযোগ উঠেছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top