‘জাওয়ানের’ সাকসেস পার্টিতে উপড়ি পাওনা ভক্তদের, ‘ডানকির’ মুক্তি তারিখ ঘোষণা করলেন শাহরুক

‘জাওয়ানের’ সাকসেস পার্টিতে উপড়ি পাওনা ভক্তদের, ‘ডানকির’ মুক্তি তারিখ ঘোষণা করলেন শাহরুক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
'জাওয়ানের' সাকসেস পার্টিতে উপড়ি পাওনা ভক্তদের, 'ডানকির' মুক্তি তারিখ ঘোষণা করলেন শাহরুক

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মোট ১০০০০স্ক্রিনে মুক্তি পেয়েছে শাহরুক খানের জাওয়ান। ‘জওয়ান’ মুক্তি পেয়েছে, এখনও দু’সপ্তাহ পেরোয়নি একের পর এক রেকর্ড ভাঙ্গছে কিং খানের জাওয়ান। আর সেই জাওয়ানের সাকসেস উপলক্ষে শুক্রবার রাতে বাণিজ্য নগরীতে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন শাহরুক খান। । ইতিমধ্যে ছবিটির আয় বিশ্বজুড়ে ৭০০ কোটি পেরিয়ে গিয়েছে। শুক্রবার মুম্বইয়ে সেই উপলক্ষে সাকসেস পার্টির (Jawaan success party) আয়োজন করেছিলেন শাহরুখ খান। সেখানে ছবির লিড নায়িকা নয়নতারা বাদে সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান সমস্ত কলাকুশলীরা। আর সেই মঞ্চে বসেই নিজের আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন শাহরুখ খান (SRK announced Dunky release date)। জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী ছবি ‘ডানকি’ মুক্তি পাবে আগামী ক্রিসমাসেই।

আরও পড়ুনঃ দমদমে লাইনচুত্য লোকালট্রেন, নেই কোনো হতাহতের খবর

২০২২ সালে পরপর তিনটি ছবি ঘোষণা করেছিলেন অভিনেতা। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। সেইসময় তারিখও জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। সেই দিন অনুযায়ী ‘পাঠান’ মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। তবে কিছু কাজ বাকি থাকায় ‘জওয়ান’ ২ মে-র বদলে মুক্তি পায় ৭ সেপ্টেম্বর। তাই অনেকেই এই ভেবে সন্দিহান ছিলেন যে, তাহলে কি ‘ডানকি’র মুক্তিও পিছিয়ে যাবে? শাহরুখ কি তিনমাসের ব্যবধানে পরপর নিজের দু’টি ছবি মুক্তি দেবেন?

 

কিন্তু সবাই যা ভাবে, শাহরুখ হয়তো বরাবর তার থেকে আলাদাই ভাবেন। আর সেই ভাবনা থেকেই তিনি জানিয়ে দিলেন ‘ডানকি’র মুক্তি পিছোচ্ছে না। তা মুক্তি পাবে বছরের শেষে ক্রিসমাসেই। (SRK announced Dunky release date)

 

শাহরুখ বললেন, ‘এবছর ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস থেকে আমি সিনেমা মুক্তি শুরু করেছি। এরপর ‘জওয়ান’ মুক্তি পেল জন্মাষ্টমীতে, ভগবান কৃষ্ণের জন্মতিথিতে। এবার নতুন বছর আসবে। তার আগে ক্রিসমাসে ‘ডানকি’ও মুক্তি পাবে। আর আমার সিনেমা মুক্তির দিনগুলো তো এমনিই ইদ হয়ে যায়। এটাই তো জাতীয় সংহতির শ্রেষ্ঠ উদাহরণ।’

 

দেশজুড়ে এখনও ‘জওয়ান’ ঝড় অব্যাহত। মশালা কমার্শিয়াল সিনেমায় শাহরুখ যেভাবে সামাজিক বার্তা দিয়েছেন, তা দর্শক-সমালোচক দুই মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যে একাধিকবার ছবিটি সিনেমাহলে গিয়ে দেখেছেন কেউ কেউ। আর তাতেই বক্স অফিসে লক্ষ্মীর মুখ দেখেছেন শাহরুখ। অনেকেরই ধারণা, সেই খুশিতে শুক্রবার সন্ধেয় বড় ঘোষণা করে ভক্তদের বোনাস উপহার দিলেন তিনি।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top