দমদমে লাইনচুত্য লোকালট্রেন, নেই কোনো হতাহতের খবর

দমদমে লাইনচুত্য লোকালট্রেন, নেই কোনো হতাহতের খবর

দমদমে লাইনচুত্য লোকালট্রেন, নেই কোনো হতাহতের খবর। শনিবার সকালে অফিসের ব্যস্ত সময়ে ফের লোকাল ট্রেনে বিপত্তি। এবার লাইনচ্যুত লোকাল ট্রেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা বলে খবর।

আরও পড়ুনঃ ইডিতে ইতি সঞ্জয় যুগের, নয় দায়িত্বে রাহুল

জানা গিয়েছে, এদিন সকালে দমদম স্টেশনেই লাইনচ্যুত হয় ট্রেন। রেল সূত্রে জানা যায়,ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল দমদম স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ালে দেখা যায়, ট্রেনের ৪ ও ৫ নম্বর বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে ৫ নম্বর লাইন দিয়ে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার ৯টা ৩৮ মিনিট থেকে ৯টা ৫২ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যাত্রীবোঝাই ট্রেন বেলাইন হওয়ায় ঘটতে এই ঘটনায় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি। এই ঘটনায় ব্যাপক আতঙ্কে যাত্রীরা। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

 

দুর্ঘটনার পরে ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ার, কর্মীরা পৌঁছেছে। তবে এই ঘটনায় কোন যাত্রীরা আহত হয়নি বলেই রেল সূত্রে জানা গিয়েছে। কতক্ষণ সময় লাগবে লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেনের পরিষেবা ফের স্বাভাবিক করতে তা এখনও বলা যাচ্ছে না। ট্রেনটিকে লাইনে এনে ফের চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের ট্রেন রেলের তরফ থেকে কাজ চলছে। আড়াই ঘণ্টা পার হওয়া সত্ত্বেও এখনও ঠিক হয়নি পরিষেবা। ৫ নম্বর ট্র্যাক বন্ধ থাকলেও ১,২,৩ ও ৪ নম্বর লাইন দিয়ে আপাতত ট্রেন চলাচলকে স্বাভাবিক করা হয়েছে। ট্রেনটিকে লাইনে এনে ফের চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের ট্রেন রেলের তরফ থেকে কাজ চলছে। আড়াই ঘণ্টা পার হওয়া সত্ত্বেও এখনও ঠিক হয়নি পরিষেবা। ৫ নম্বর ট্র্যাক বন্ধ থাকলেও ১,২,৩ ও ৪ নম্বর লাইন দিয়ে আপাতত ট্রেন চলাচলকে স্বাভাবিক করা হয়েছে।

 

তবে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিকে আর চালানোর ঝুঁকি না নিয়ে কারশেডে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেন চলাচল শুরু করার আগে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে লাইনের অবস্থা। যে লাইনের কোনও সমস্যায় ট্রেন বেলাইন হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। ট্রেন চলাচল শুরু করার আগে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে লাইনের অবস্থা। যে লাইনের কোনও সমস্যায় ট্রেন বেলাইন হয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

en.wikipedia.org