Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
'দেশে দেশে ছড়িয়ে গিয়েছে গান্ধীজির নাম মোদীর জন্য,' গান্ধী জয়ন্তিতে

‘দেশে দেশে ছড়িয়ে গিয়েছে গান্ধীজির নাম মোদীর জন্য,’ গান্ধী জয়ন্তিতে দাবি দিলীপের

‘দেশে দেশে ছড়িয়ে গিয়েছে গান্ধীজির নাম মোদীর জন্য,’ গান্ধী জয়ন্তিতে দাবি দিলীপের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে হত্যার আশঙ্কা প্রকাশ দিলীপ ঘোষের

আজ ২ অক্টোবর, গান্ধীজীর জন্ম জয়ন্তি। আর সেই উপলক্ষে মেদিনীপুরে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে সামনে ফের বিতকির্ত মন্তব্য দিলীপ ঘোষের। এদিন মালিদান অনুষ্ঠান শেষে দিলীপ ঘোষ মন্তব্য করান,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নাকি সারা বিশ্বের সামনে গান্ধীজিকে তুলে ধরেছেন। দেশে দেশে ছড়িয়ে গিয়েছে গান্ধীজির নাম। সেই কারণে দেড়শো বছর পরেও গান্ধী আজও প্রাসঙ্গিক। গান্ধী জন্ম জয়ন্তীতে এমনটাই মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ ফের মঙ্গল যাত্রার প্রস্তুতি শুরু ইসরোর

সোমবার দিলীপ বলেন, ‘এতদিন গান্ধীজির নামে ব্যবসা চালিয়েছেন কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল। আজ গান্ধী কোথায়? মোদীজি গান্ধীজিকে নিয়ে গিয়েছেন সারা দুনিয়ার সামনে। আর সারা বিশ্ব জুড়ে তাঁর নাম। বিশ্বের প্রতিটি দেশে গান্ধীজির নাম চলছে দেড়শো বছর পরেও।’

 

বিভিন্ন রাজনৈতিক দলগুলি এতদিন গান্ধীজিকে নিয়ে ‘ব্যবসা’ করেছেন বলে মত দিলীপের। দিলীপ বলেন, ‘ গান্ধীজিকে নিয়ে অনেক দোকান চালিয়েছেন। আর চালাবেন না। অনেক হয়েছে। তাঁর অপমান করবেন না।’ বিতর্ক থাকলেও দেশ ও সমাজের জন্য গান্ধীজি যেটা করে গিয়েছেন, তার সন্মান দেওয়া উচিত বলে জানান মেদিনীপুরের বিজেপি সাংসদ।

২ অক্টোবর দিল্লিতে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং ধরনা কর্মসূচি, ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সেই উপলক্ষ্যে বাস ভর্তি তৃণমূল নেতা, পদস্থদের নিয়ে দিল্লি হাজির হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই কেন্দ্রীয় এজেন্সিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘ক্ষমতা থাকলে আটকে দেখাক।’ দিলীপের পালটা, ‘যখন আটকাবে সিবিআই, তখন বুঝতে পারবে। আমরা কাউকে আটকাই না।’

 

রবিবার দিল্লি পৌঁছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে অথচ, বাংলার আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। মেদিনীপুরের চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, দেশের মানুষের টাকা দেশের কাজে ব্যবহার করা হয়েছে। যার জন্য দেশের মানুষ আজ গর্বিত। তৃণমূলের মত নিজের সম্পত্তি বাড়ানো হয়নি দেশের জন্য কি করেছে তারা, সেটা জানাক আগে। তাঁর কটাক্ষ, নিজেরা কোটি কোটি টাকার বাড়িতে থাকেন, দেশের জন্য কী করেছেন? এরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করেছেন বলে দাবি তাঁর।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top