৩৭ শে পা অনিবার্ণের, জন্মদিনেও কাজে ব্যস্ত অভিনেতা

৩৭ শে পা অনিবার্ণের, জন্মদিনেও কাজে ব্যস্ত অভিনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
৩৭ শে পা অনিবার্ণের, জন্মদিনেও কাজে ব্যস্ত অভিনেতা

আজ ৭ অক্টোবর, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ৩৭ তম জন্মদিবস। আর নিজের জন্মদিনেও কাজে ব্যস্ত অভিনেতা। নাটকের মঞ্চ থেকে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের জীবন। তবে তাঁকে শুধু অভিনেতা বলা চলে না।  তিনি যেমন অভিনয়ে দক্ষতা অর্জন করেন, তেমনই অন্যান্য অনেক অভিজ্ঞতাও সমৃদ্ধ করে তাঁকে। অভিনেতার শিকড় থাকে নাটকের মঞ্চে। নাটকের মঞ্চেই প্রথম তাঁর গানের গলা ও পরিচালনার দক্ষতার সঙ্গে পরিচিত হয়েছিলেন মানুষ।

আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যুতে প্রায় দুমাস জেলবন্দি ছিলেন রিয়া, মুক্তি পাওয়ার পর কী করেছিলেন তিনি, জানুন

পার্শ্বচরিত্রের হাত ধরেই প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন অনির্বাণ। ‘আরশিনগর’, ‘ঈগলের চোখ’ পেরিয়ে, প্রথম মুখ্যচরিত্রে নজর কাড়েন ‘ধনঞ্জয়’ (Dhononjoy)। তবে তিনি যে দুঁদে অভিনেতা, তা চিনিয়ে দিয়েছিল অরিন্দম শীলের (Arindam Sil) ছবিতে। এরপরেও একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, তবে প্রত্য়েকটা চরিত্রেই রেখে গিয়েছেন নিজের ছাপ। ছোট চরিত্র হলেও অর্নিবাণ বড়পর্দায় যে নজর কাড়তে জানেন, তা প্রমাণ করেছেন বারে বারে।

 

পুজোর মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’। এটি নিয়ে সৃজিতের সঙ্গে ৯ নম্বর কাজ  অনির্বাণের। এর আগে ‘হইচই’ (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশের একাধিক সিজনে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ‘দূর্গরহস্য’ (Durgo Rohosshyo)-র মুখও তিনি। অনির্বাণকে গানকে প্রথমবার পর্দায় এনেছিলেন সৃজিতই। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে অনির্বাণের গলায় ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া’-র মোহে এখনও মুগ্ধ দর্শক।

 

অভিনয়, গানের পাশাপাশি পরিচালক হিসাবেও কিন্তু তিনি বেশ দক্ষ।  দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করেছেন অনির্বাণ। তবে পর্দায় পরিচালনা করার সময় বড়পর্দা নয়, অনির্বাণ তাঁর প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েব সিরিজকে। ‘মন্দার’ মুক্তি পাওয়ার পরে যেমন প্রশংসিত হয়েছিলেন সোহিনী, দেবাশীষ.. তেমনই অনির্বাণের পরিচালক সত্ত্বাতে দর্শক দেখেছিলেন নতুন চোখে। এরপরে সম্পূর্ণ ভিন্নধারার ছবি ‘বল্লভপুরের রূপকথা’ পরিচালনা করে দর্শকদের অনির্বাণ ফিরিয়ে দিয়েছিলেন ছোটবেলার ভূতের গল্পের নস্ট্যালজিয়া। বলিউডেও পা রেখেছেন অনির্বাণ, কাজ করেছেন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে।

 

আজ তাঁর ৩৭ তম জন্মদিনে তিনি নিজের কাজটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন আপাতত,  ‘পক্ষীরাজের ডিম’-র শ্যুটিংয়ে ব্যস্ত অনির্বাণ। অভিনেতা রয়েছেন কলকাতাতেই। তবে জন্মদিনেও শ্যুটিং রয়েছে তাঁর। নতুন এই ছবিতে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। আজকের দিনটাও সেই শ্যুটিংয়ের ব্যস্ততাতেই কাটবে শিল্পীর।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top