শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপ। এই বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে ছিল পাকিস্তান। তবে খেলা শুরুর পর মুখ থুবড়ে পড়েছে দল। বারবার হারের পর সেমি ফাইনালে ওঠাটা যেন চাপের হয়ে গেছে তাদের সামনে। শুরুতে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের বিরুদ্ধে হারতেই ছন্দপতন হয় বাবরদের। ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে হার কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার থেকে বোর্ডের একাংশ।
আরও পড়ুনঃ আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর গলার নমুনা সংগ্রহের জন্য এসএসকেএমে চিঠি ইডির
হারের হ্যাটট্রিকের পর বাবর আজমের অধিায়কত্বও প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। পিসিবি সূত্রে খবর, দল সেমি ফাইনালে উঠতে পারলে তাও টিকে যেতে পারেন বাবর। কিন্তু সেমি ফাইনালে ওঠার রাস্তা পাকিস্তানের খুবই কঠিন। ফলে বাবরের অধিনায়কত্ব হারানোর সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। পিসিবির অন্দরের খবর, কর্তৃপক্ষ মনে করছে বাবরকে যথেষ্ট সময় ও স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেটা কাজে লাগাতে পারেনি। এরপর এই পারফরম্যান্স একেবারেই মেনে নিতে পারছে না বোর্ড। এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের এই পরিস্থিতির জন্য বাবরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বোর্ড। এমনকী বিশ্বকাপের ব্যর্থতার কারণে বাবর নিজেও অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন।
নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে একাধিক নাম।সেই তালিকায় রয়েছে শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, শান মাসুদের নাম। আরও একটি নাম উঠে আসছে যা চমক হতে পারে। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের নাম। এমনকী ইতিমধ্যেই পিসিবির একাধিক লবি নিজেদের পছন্দের প্লেয়ারকে অধিনায়ক করতে তত্পর হয়েছে বলেও খবর।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ রয়েছে পাকিস্তানের। তারপর টি-২০ বিশ্বকাপ ও দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব দিক মাথায় রেখেই ওডিআই বিশ্বকাপের পর নতুন করে সব শুরু করার ভাবনা পিসিবির। এমনকী পরিবর্তন হতে পারে পুরো কোচিং স্টাফেরও। তবে সবকিছুই নির্ভর করছে পাকিস্তানের আগামি ৪ ম্যাচের ফলের উপর।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ রয়েছে পাকিস্তানের। তারপর টি-২০ বিশ্বকাপ ও দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব দিক মাথায় রেখেই ওডিআই বিশ্বকাপের পর নতুন করে সব শুরু করার ভাবনা পিসিবির। এমনকী পরিবর্তন হতে পারে পুরো কোচিং স্টাফেরও। তবে সবকিছুই নির্ভর করছে পাকিস্তানের আগামি ৪ ম্যাচের ফলের উপর।