বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়৷ তাঁর গলায় রয়েছে এক অসম্ভব দাপট! প্লেব্যাক হোক বা স্টেজ শো, জোজোর গানে অসম্ভব প্রাণ শক্তি রয়েছে৷ যা ছুঁয়ে যায় তাঁর ভক্তদের৷
আদির ভাল নাম অদীপ্ত জে মুখোপাধ্যায়৷ বয়স ৪৷তারই জন্মদিন পালন হল ধুমধাম করে৷ জোজোর নতুন ফ্ল্যাটে হল জন্মদিনের অনুষ্ঠান৷ রঙিন বেলুনে সেজে উঠেছিল তাঁর নতুন ফ্ল্যাট৷ ডানলপে রয়েছে তাঁর শ্বশুড়বাড়ি, টালিগঞ্জে তাঁর নিজের ফ্ল্যাট৷ তবে ছেলের জন্যই মূলত তিনি নতুন ফ্ল্যাট কিনেছেন৷ এটি একটি আবাসনের ফ্ল্যাট।
আবাসনে থাকার কিছু সুবিধা রয়েছে৷ সেখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ বা আরও অন্য কিছু পরিষেবা থাকে৷ ছোট আদির কথা ভেবেই এই ফ্ল্যাট কিনেছেন জোজো৷ গৃহপ্রবেশের সময় এই বিষয়টি জানান তিনি৷
একেবারে ঘরোয়া করেই ছিল জন্মদিনের পার্টি৷ উপস্থিত ছিল আদির বন্ধুরা৷