মৎস্যজীবীদের জালে বন্দি হলো ৭৮কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মৎস্য বাজারে এলো মৎস্যজীবীদের জালে ধরা পড়া ৭৮ কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা।যার পাইকারি দাম উঠেছে ১ কেজি ৩৬ হাজার টাকা।
স্থানীয় মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে গোসাবা সোনাগাঁ গ্রামের বাসিন্দা বিকাশ বর্মন সহ আরও ৪ জন মৎস্যজীবী সুন্দরবনের কপুরা নদীতে মাছ ধরতে যায়।আর তাদের ফেলা জালে বন্দি হয় ৭৮ কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা।শনিবার সন্ধ্যায় মৎস্যজীবীরা তেলে ভোলা মাছ টিকে ক্যানিং পাইকারি মাছ বাজারে আড়াৎ এ নিয়ে আসে।
আর ও পড়ুন বিশ্বের সবথেকে সুন্দর হাতের লেখার জন্য পরিচিত একটি ছোট্ট মেয়ে
আর এখানে আড়াৎ এ পাইকারি দাম ওঠে ১ কেজি ৩৬ হাজার টাকা।আর এই তেলে ভোলা মাছ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষজন।এদিকে মৎস্যজীবী বিকাশ বর্মন বলেন আমরা খুবই গরীব।এমন ধরনের মাছ জালে বন্দি হতে খুবই অবাক হয়ে যায়।এর আগে এমন ধরনের মাছ কখনও দেখিনি।
ঘূর্ণিঝড় ইয়াস ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ছিল।সংসারে নুন আনতে পান্তা ফুরায়।ভগবান হয়তো মুখ তুলে চেয়েছে।মাছটি কয়েক লক্ষ টাকায় বিক্রি হলে খুবই উপকৃত ৫ জন মৎস্যজীবী।
উল্লেখ্য, মৎস্যজীবীদের জালে বন্দি হলো ৭৮কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মৎস্য বাজারে এলো মৎস্যজীবীদের জালে ধরা পড়া ৭৮ কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা।যার পাইকারি দাম উঠেছে ১ কেজি ৩৬ হাজার টাকা। স্থানীয় মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে গোসাবা সোনাগাঁ গ্রামের বাসিন্দা বিকাশ বর্মন সহ আরও ৪ জন মৎস্যজীবী সুন্দরবনের কপুরা নদীতে মাছ ধরতে যায়।আর তাদের ফেলা জালে বন্দি হয় ৭৮ কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা।
শনিবার সন্ধ্যায় মৎস্যজীবীরা তেলে ভোলা মাছ টিকে ক্যানিং পাইকারি মাছ বাজারে আড়াৎ এ নিয়ে আসে। আর এখানে আড়াৎ এ পাইকারি দাম ওঠে ১ কেজি ৩৬ হাজার টাকা।আর এই তেলে ভোলা মাছ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষজন।এদিকে মৎস্যজীবী বিকাশ বর্মন বলেন আমরা খুবই গরীব।এমন ধরনের মাছ জালে বন্দি হতে খুবই অবাক হয়ে যায়।এর আগে এমন ধরনের মাছ কখনও দেখিনি।