মালদার বুলবুল চন্ডিতে ৭৪ তম বর্ষে পদার্পণ করল ৪২ ফিটের কালী। ৭৪ তম বছরে পদার্পণ করল মালদার বুলবুল চন্ডি বাজারের বড় কালী। এই কালী প্রতিমার বর্তমানে উচ্চতা ৪২ ফুট। এই প্রতিমা তৈরি করতে সময় লাগে প্রায় দিন পনেরো। ১০০টি বাস, প্রায় এক কুইন্টাল খড় ও ৭০ কেজির মত পেরেক এই প্রতিমা তৈরি করতে প্রয়োজন হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিমা নির্মাণ করেন ভেলুচরণ পাল।
কথিত আছে, আজ থেকে ৭৪ বছর আগে পাঁচ বন্ধু মিলে কোন এক বিশেষ কারণে এই পুজো শুরু করেন। সেই সময় প্রতিমা হতো সোয়া হাতের তারপর থেকেই প্রতিবছর এক হাত করে প্রতিমা বাড়তে থাকে একটা সময় ৪৮ফিটে পৌঁছে যায় এই প্রতিমা। সেই সময় বুলবুল চন্ডী গ্রামে বিদ্যুতায়নের কাজ শুরু করেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী। বিসর্জনের সময় বিদ্যুতের তারে প্রতিমা আটকে যাওয়ার ফলে বিপত্তি তৈরি হয়, তারপরেই গ্রামের মানুষ সহ এলাকাবাসীরা মিলে সিদ্ধান্ত নেন ৪২ফিট হবে এই প্রতিমার উচ্চতা।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
পাশের একটি পুকুরে বিসর্জন হয় প্রতিমা। এই প্রতিমার খাড়ার দৈর্ঘ্য ৮ ফিট। এখানে কোন বলির প্রথা নেই, তবে কেউ যদি মানত করে পাঠা বলি দিতে চায়, তবে সামনের চন্ডি মণ্ডপে সেই বলি দেওয়া হয়। ১৩ দিন ধরে এই পুজোর মেলা চলে এবং শুধু জেলা নয় অন্য জেলা থেকেও এই প্রতিমা দর্শনে আসেন প্রচুর মানুষ। পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান, আমাদের এই প্রতিমা জাগ্রত অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রতি বছর বিহার, ঝাড়খণ্ড থেকেও অগুনতি মানুষ আসেন এখানে পুজো দিতে।