দেশের প্রথম থ্রি ডি তারামন্ডল এবার হাওড়ায়। হাওড়াবাসীর জন্য এবার মুখ্যমন্ত্রীর দেওয়া অন্যতম সেরা উপহার। দেশের প্রথম থ্রি ডি তারামন্ডল এবার হাওড়াতে হচ্ছে।প্রসাশন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের গোড়াতেই যা উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। দেশের প্রথম এই থ্রি ডি তারামন্ডল হাওড়া পৌরসভার উদ্যোগে শরৎ সদন চত্বরে তৈরি হয়েছে। আগামী ২ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশের জন্য এটি খুলে দেওয়া হবে।
আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত
কলকাতার বিড়লা তারামন্ডলের পাশাপাশি এখন কলকাতার খুব কাছে হাওড়া ময়দানে তৈরি হলো দেশের এই প্রথম থ্রি ডি তারামন্ডল বা ‘এস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার’। এখানে প্রবেশ করলে চোখ ধাঁধানো গ্রাফিক্সে সকলের মন মেতে উঠবে। আরও জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই তারামন্ডল হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে শরৎ সদন চত্বরে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কয়েকদিন আগেই এই থ্রি ডি তারামন্ডলের আনুষ্ঠানিক সূচনা করে গিয়েছিলেন। সব কাজ সম্পূর্ণ করে আর হাতে গোনা কয়েকদিন পর এটি চালু হচ্ছে।
এবিষয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, শীতে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই থ্রি ডি তারামন্ডল বা ‘অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার’। যা আগামী ২ ডিসেম্বর সাধারণের জন্য খুলে দেওয়া হবে। আপাতত প্রতিদিনই তিনটি করে শো দেখা যাবে (দুপুর তিনটে, বিকেল চারটা ও পাঁচটা )। টিকিটের দাম ধার্য করা হয়েছে ছোটদের মাথাপিছু ৭০ টাকা ও বড়দের জন্য ১২০ টাকা। থ্রি ডি অ্যানিমেশন তৈরি সহ অন্যান্য কারিগরিক দক্ষতা দেবার দেশ ও বিদেশি সংস্থা যৌথভাবে কাজ করেছে এই অত্যাধুনিক থ্রি ডি তারামণ্ডলটি। শিশুরা ও পড়ুয়ারা তো বটেই, সকল মানুষ এর মাধ্যমে মহাকাশের জগৎ সম্পর্কে আরও সুনির্দিষ্ট ধারণা পোষণ করতে পারবেন।