বিজেপি শাসিত বিহার,গুজরাট, রাজস্থান থেকে আয়ের আশায় এ রাজ্যের সরস মেলায় পাড়ি হস্তশিল্পিদের। শিলিগুড়ির সরস মেলায় রাজ্যের সবকটি জেলার সঙ্গে রয়েছে ভিন রাজ্যের ১০টি স্টল।মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারের সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরী জিনিস বাজারজাত করনে সরস ও সবলা মেলা আয়োজন করে বৃহত্তর মঞ্চ দিয়েছেন, তাই শুধু রাজ্যের নয় ভালো আয়ের আশায় এসেছেন ভিন রাজ্যের হাতের তৈরি সামগ্রী নিয়ে বিক্রেতারাও।
স্বনির্ভর গোষ্ঠীকে শক্তিকরনই রাজ্যের লক্ষ্যে শিলিগুড়ির সরস মেলার মঞ্চ থেকে জানান রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। চাহিদাকে নজরে রেখেই পণ্য উৎপাদন ও তা বাজারজাত করার লক্ষ্যে কাজ করছে রাজ্যের সরকার বলে জানান মন্ত্রী বিল্পব মিত্র। রাজ্য সরকারের গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধন হয় সরস মেলার। ৫ই জানুয়ারি থেকে আগামী ১৬ই জানুয়ারি এই মেলা চলবে। এদিন এই মেলার উদ্বোধনে চাঁদের হাট বসে।
মেলা উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিল্পব মিত্র, গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, মন্ত্রী বুলু চিকি বড়াইক। এছাড়াও গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের সচিব ও আলিপুরদুয়ার, দিনাজপুর ও দার্জিলিং জেলাশাসক উপস্থিত ছিলেন।প্রায় ১০০টির স্টল রয়েছে মেলায়। রাজ্যের ২৩টি জেলা থেকেই নিজের হাতের কাজের সামগ্রী নিয়ে এসেছেন প্রায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠী। জম্মু কাশ্মীর, বিহার, গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, ওড়িশার ১০টি স্টল রয়েছে।
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
এদিন মঞ্চ থেকে গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রী বিশ্ব বাজারে পৌঁছে দিতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে।ই কর্মাসের আওতায় ছয়টি সংস্থার সঙ্গে আবদ্ধ হয়েছে। ফ্লিপকার্ট, আমাজন, সুইগির মতো সংস্থায় অনলাইনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পুরুষদের হাতে তৈরি সামগ্রী মিলবে। তিনি বলেন পর্যটন স্থান গুলিতে যেখানে পর্যটকদের যাতায়াত বেশী সেখানে সৃষ্ঠীশ্রী তৈরীর পরিকল্পনা নিয়েছি।
পর্যটক এলাকা গুলিতে ২০০টি সৃষ্ঠীশ্রী স্বনির্ভর গোষ্ঠীর দোকান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।জি ২০ কে কেন্দ্র করে ২০টি দেশ আসবে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরী সামগ্রী তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। বিশেষ ভাবে সরস মেলায় স্বনির্ভর গোষ্ঠীর প্রসার ও উন্নয়নে কলকাতা ও দার্জিলিং এর ওপর নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। অন্যদিকে গতবছর শিলিগুড়ি সরস মেলায় ২.৫কোটি টাকার মুনাফা হয়েছে। এবারে সে আয় আরও বৃদ্ধি পাবে বলেই আশাবাদী দার্জিলিং জেলা ডিআরডিসি।