সাইবার অপরাধ রুখতে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির

সাইবার অপরাধ রুখতে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। অত্যাধুনিক প্রযুক্তির যুগে বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় মগ্ন হয়ে পড়েছে। ফেসবুক,হোয়াটস অ্যাপ, টুইটার ছাড়াও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদেরকে ঢুবিয়ে রেখেছে বর্তমান যুব সমাজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিকে উত্তর উত্তর বেড়েই চলেছে সাইবার অপরাধের সংখ্যা। তাই বেড়ে চলা সাইবার ক্রাইম নিয়ে প্রশাসনের তরফে মঙ্গলবার ভাটপাড়া থানায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।

 

ওই শিবিরে রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের নমব ও দশম শ্রেণীর ছাত্রীরা হাজির ছিল। সোশ্যাল মিডিয়ায় নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সদা-সতর্ক থাকার পরামর্শ দিলেন ভাটপাড়া থানার আধিকারিকরা। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, ভাটপাড়া থানার মেজবাবু সুকুমার ভৌমিক,এস আই অপুর্ব কুট্টি,রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা শীলা ভট্টাচার্য,সংগীতা পাল সরকার ও সুজাতা নিয়োগী।

 

এদিন সচেতনতা শিবির শেষে শিক্ষিকা শীলা ভট্টাচার্য জানান, সাইবার অপরাধ রোধে ভাটপাড়া এই ধরনের উদ্যোগ যতেষ্ট সাধুবাদযোগ্য। তবে অন লাইনের যুগে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে সাইবার অপরাধ থেকে সজাগ থাকতে বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা করা উচিত। শীলা দেবীর দাবি, সাইবার অপরাধ রোধে পড়ুয়াদের সতর্ক করতে স্কুলে স্কুলে গিয়ে প্রশাসনের তরফে শিবির করলে তৃনমূল স্তর থেকে সুফল পাওয়া যাবে।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তির যুগে বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় মগ্ন হয়ে পড়েছে। ফেসবুক,হোয়াটস অ্যাপ, টুইটার ছাড়াও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদেরকে ঢুবিয়ে রেখেছে বর্তমান যুব সমাজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিকে উত্তর উত্তর বেড়েই চলেছে সাইবার অপরাধের সংখ্যা। তাই বেড়ে চলা সাইবার ক্রাইম নিয়ে প্রশাসনের তরফে মঙ্গলবার ভাটপাড়া থানায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই শিবিরে রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের নমব ও দশম শ্রেণীর ছাত্রীরা হাজির ছিল। সোশ্যাল মিডিয়ায় নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সদা-সতর্ক থাকার পরামর্শ দিলেন ভাটপাড়া থানার আধিকারিকরা।

 

এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, ভাটপাড়া থানার মেজবাবু সুকুমার ভৌমিক,এস আই অপুর্ব কুট্টি,রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা শীলা ভট্টাচার্য,সংগীতা পাল সরকার ও সুজাতা নিয়োগী। এদিন সচেতনতা শিবির শেষে শিক্ষিকা শীলা ভট্টাচার্য জানান, সাইবার অপরাধ রোধে ভাটপাড়া এই ধরনের উদ্যোগ যতেষ্ট সাধুবাদযোগ্য। তবে অন লাইনের যুগে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে সাইবার অপরাধ থেকে সজাগ থাকতে বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা করা উচিত।